শনিবার, ৪ নভেম্বর ২০১৭
পথেই পড়ে আছে পথের ড্রাইভার ?
Home Page » সারাদেশ » পথেই পড়ে আছে পথের ড্রাইভার ?নিজস্ব প্রতিনিধি, বঙ্গ-নিউজঃ পথেই পড়ে থাকতে দেখা গেল পথের ড্রাইভারকে । উত্তরার ১৩ নং সেক্টরে ১৪ নং রোডে ড্রেনের পাশেই ফেলে গেছে তাকে আর তার সি এন জি বেবি উধাও ? রাত ১১ঃ৩০ টা । এ সময় কেউ নেই দেখার পথের পাশেই একটুখানি অন্ধকারে নিথর পড়ে আছে সে । অনেকক্ষণ পরে লোকজন এবং পুলিশ এসে ধরাধরি করে গাড়িতে উঠিয়ে নিয়ে টঙ্গি হাস্পাতালে নিয়ে যাওয়ার ব্যাবস্থা হল। তার হুঁশ জ্ঞান হলে জানা যাবে প্রকৃত ঘটনা ।
বাংলাদেশ সময়: ২:২৩:৫০ ৬৫৬ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News