সোমবার, ১০ জুন ২০১৩

“মাদাম তুসোতে এবার শ্রীদেবীর মূর্তি”

Home Page » বিনোদন » “মাদাম তুসোতে এবার শ্রীদেবীর মূর্তি”
সোমবার, ১০ জুন ২০১৩



sridevi-bg20130610055955.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ  ইংল্যান্ডের ব্লাকপুলে অবস্থিত মাদাম তুসো জাদুঘরে রয়েছে বিশ্বব্যাপী জনপ্রিয় ও বিখ্যাত ব্যক্তিত্বদের মোমের তৈরী মূর্তির সংগ্রহশালা। মাদাম তুসো জাদুঘরে নিজের মোমের মূর্তি রাখাটা এখন প্রেস্টিজিয়াস ইস্যু হয়ে দাঁড়িয়েছে বলিউড পাড়ার বাসিন্দাদের।বলিউডের অমিতাভ বচ্চন, মাধুরী দিক্ষীত, শাহরুখ খান, সালমান খান, হৃত্বিক রোশন, ঐশ্বরিয়া রায় এবং কারিনা কাপুরের মোমের মূর্তির পর এবার হয়তো থাকবে শ্রীদেবীর মূর্তি।

শ্রীদেবীর মূর্র্তি এখনো কেন জাদুঘরে স্থাপন করা হচ্ছেনা, তা জানতে চেয়ে সম্প্রতি জাদুঘর কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর।

হয়তো উপযুক্ত স্বামীর এই আবদার রাখতেও পারেন জাদুঘর কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৮:২৮:১০   ৩৭৯ বার পঠিত