সোমবার, ১০ জুন ২০১৩
” শুরু হচ্ছে আমজাদ হোসেনের `কৃষ্ণকলি`”
Home Page » বিনোদন » ” শুরু হচ্ছে আমজাদ হোসেনের `কৃষ্ণকলি`”বঙ্গ- নিউজ ডটকমঃ চ্যানেল আই`তে ১০ জুন থেকে শুরু হতে যাচ্ছে খ্যাতিমান চলচ্চিত্রকার ও লেখক আমজাদ হোসেন রচিত ধারাবাহিক নাটক ‘কৃষ্ণকলি’। নাটকটি পরিচালনা করেছেন সোহেল আরমান।এ ধারাবাহিকে অভিনয় করেছেন বৃষ্টি, সোহেল আরমান, কেএস ফিরোজ, প্রাণ রায়, এসএ হক অলিক, সোমনা সোমা, অহনা, তারেক স্বপন, কহিনুর, মাহবুবা পারভীন, মাহমুদ সাজ্জাদ, মাসুদ আলী খান প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে যে, বাবা-মা আদর করে কালো মেয়ের নাম রেখেছেন জোছনা (বৃষ্টি)। কুচকুচে কালো মেয়েটাকে গ্রামের কেউ ভালোবাসেনা, তুচ্ছ তাচ্ছিলের ভাব থাকে সবার মধ্যেই। কেউ কেউ কালো বলে তিরস্কারও করে। তবু একদিন এই কালো মেয়েটির বিয়ের ঠিক হয়।
কিন্তু মেয়েটার ভাগ্যটা খুবই খারাপ। বিয়ের বরসহ গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। তাহলে কি বর মারা গেছেন? নাকি বেঁচে আছে? নাকি তার জীবনে অন্য কিছু ঘটেছে? যদি বরের জীবনে অনাকাঙ্খিত কিছু ঘটে তাহলে জোছনার কি হবে? এসব কিছুর উত্তর জানা যাবে ধারাবাহিকটি উপভোগের মাধ্যমে।
নাটকটি নিয়ে সোহেল আরমান জানান, মূলত বাবা-মার আদরে বড় হওয়া এই কালো মেয়েটিকে ঘিরে গড়ে উঠেছে নাটকটির কাহিনী। আশা করছি, সব ধরনের দর্শকরা নাটকটি উপভোগ করবেন।
‘কৃষ্ণকলি’ চ্যানেল আইতে প্রচার হবে প্রতি মঙ্গল থেকে শনিবার রাত ১১ টা ৩০ মিনিটে।
বাংলাদেশ সময়: ১৮:১২:৩১ ৪৪৩ বার পঠিত