
বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭
ড. এম. এ. হান্নান ফিরোজ এর কুলখানি ৩রা নভেম্বর বিকাল ৪ টায়
Home Page » শিক্ষাঙ্গন » ড. এম. এ. হান্নান ফিরোজ এর কুলখানি ৩রা নভেম্বর বিকাল ৪ টায়
বঙ্গ-নিউজঃ স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর মাননীয় প্রতিষ্ঠাতা ও ট্রাস্টিবোর্ডের প্রেসিডেন্ট প্রফেসর ড. এম. এ. হান্নান ফিরোজ গত রবিবার (২৯ অক্টোবর) সকাল সাতটায় ঢাকার ইবনে সীনা হাস্পাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দুই দফায় জানাযা শেষে গত মঙ্গলবার (৩১ অক্টোবর) বেলা ১১ টায় তাকে বনানীর কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে রাজাপুরে এবং স্টামফোর্ড ইউনিভার্সিটিতে শোকের ছায়া নেমে এসেছে ।
প্রফেসর ড. এম. এ. হান্নান ফিরোজ এটিএন বাংলা ইউএসের প্রথম প্রেসিডেন্ট। নিউইয়র্কের আমাজুরা হলে মাহফুজুর রহমান, ড. হান্নান ফিরোজ আর কংগ্রেসম্যান গ্রেগরিমিক্সকে নিয়ে প্রথম বাংলাদেশি টিভি মিডিয়া এটিএনের যাত্রা শুরু করেন আমেরিকায়। এরপর তিনি প্রতিষ্ঠা করেন টিভি ইউএস, ঢাকায় প্রতিষ্ঠা করেন স্ট্যাম্পফোর্ড বিশ্ববিদ্যালয়।
আগামী ৩রা নভেম্বর শুক্রবার বিকাল ৪ টায় ধানমন্ডির হাউস নং ৩৬, রোড নং ৯/এ সায়েদেনা কমুনিটি সেন্টারে প্রফেসর ড. এম. এ. হান্নান ফিরোজ এর রুহের মাগফেরাত কামনায় কুলখানি অনুষ্ঠিত হবে। মরহুমের সকল আত্মীয়-স্বজন , বন্ধু-বান্ধব ও শুভানু্ধায়িদেরকে কুলখানিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৪৮:৩০ ২০১২ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News