সোমবার, ১০ জুন ২০১৩

“আইটেম গানে কণ্ঠ দিলেন কণা”

Home Page » বিনোদন » “আইটেম গানে কণ্ঠ দিলেন কণা”
সোমবার, ১০ জুন ২০১৩



kona-bg20130610052657.jpgবঙ্গ- নিউজ  ডটকমঃ চলচ্চিত্র পরিচালক মির্জা সাখাওয়াত হোসেনের নতুন চলচ্চিত্র ‘শুধু তুমি’র একটি আইটেম গানে কণ্ঠ দিলেন সংগীতশিল্পী কণা। গত ৯ জুন মগবাজারের শ্রুতি স্টুডিও-তে গানটি রেকর্ড করা হয়।‘‘ফুল ফুটিলে চারিদিকে ভ্রমর করে গুঞ্জন” শিরোনামে এ আইটেম গানটির কথা লিখেছেন নুরুজ্জামান তুষার এবং সুর ও সংগীত করেছেন ঝংকার।

গানটি নিয়ে কণা বঙ্গনিউজকে বললেন, ‘‘গানের কথাটি বেশ ভালো লেগেছে। আর আমি চেষ্টা করেছি ভালো করে গাওয়ার। সব মিলিয়ে আশা করছি, দর্শক-শ্রোতাদের গানটি বেশ ভালো লাগবে গানটি।”

আর এ গানটির মাধ্যমে ‘শুধু তুমি‘ ছবির মোট ৪টি গানের কাজ সম্পন্ন হলো। বাকি গানগুলোতে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর, আঁখি আলমগীর ও মমতাজ।

‘শুধু তুমি’র মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটতে যাচ্ছে সুপার হিরো মেহেদীর। তার বিপরীতে অভিনয় করবেন নিপুণ। খুব শিগগিরই দেশের বাইরে ছবিটির শুটিংয়ের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক।

উল্লেখ্য, মির্জা সাখাওয়াত হোসেন পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘‘হরিজন” বর্তমানে সেন্সরে জমা আছে। খুব শিগগিরই ছবিটি মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১৮:০৪:৫৬   ৪৩২ বার পঠিত