বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭
প্রেমের মৃত্যু নেবো - ফয়সাল হাবিব সানি
Home Page » সাহিত্য » প্রেমের মৃত্যু নেবো - ফয়সাল হাবিব সানিঅামি অাকাশকে ভেলোবেসেছিলাম
মেঘকেও একরত্তি দেবো
মেঘের পায়ে চুমো খেয়ে
অাবার জন্ম নেবো।
পাখির সুললিত কণ্ঠ শুনে
পাখিকেও লাগলো ভালো
অাকাশের বুকে ডুবন্ত সূর্য দেখে
রঙ হলো প্রেমের কালো।
পাখির সাথেও করলাম প্রেম কিছুদিন
অশৃঙ্খল হলাম বটে,
পাখিটা কোথায় হারিয়ে গেলো
খুঁজে পেলাম না অার মোটে!
হাঁটতে হাঁটতে পথও হলো
ভীষণ রকম প্রিয়
সেদিন পথ বললো ডেকে,
`কিছুটা অামায় দিও’!
ভালোবাসা পেতে দিলাম হৃদয়ে পথের
এসেছি বললাম তাকে,
বললাম এনেছি শুভ্রতা কিছু
ভালোবাসারা এখানে থাকে।
গাছের হাজার বর্ণ দেখে
গাছকে দিলাম মন,
গাছও অামার বন্ধু হলো
বন্ধু হলো বন।
গাছের কাছে শান্তি পেলাম
ছায়া পেলাম অারও-
হঠাৎ সেই গাছটা মারা গেলো
মরতে যে হয় তারও।
ভালোবাসলাম অাকাশ, মেঘ, পাখি, পথ, গাছ
নদীর ভেতর ভালোবাসলাম রূপোলি জলের মাছ।
অামি অাকাশকে ভালোবেসেছিলাম
মেঘকেও একরত্তি দেবো
ভালোবাসার চরণ ছুঁয়ে
অাবারও জন্ম নেবো।
অামি অাকাশের ভেতর দেখেছি তোমায়
মেঘের চোখে খেলেছি তোমায়
পথের শরীরে রেখেছি তোমায়
পাখির স্বপ্নে এঁকেছি তোমায়
গাছের অদ্ভূত স্পর্শ ভেবেছি তোমায়!
জগতের সবকিছুই যেন ছিলে ওই তুমি, সবকিছুতেই তোমায় রেখে
অামি সবকিছুই ভালোবেসেছি, তোমায় দেখে দেখে…
অামি সবকিছুর ভেতর তোমায় পেয়েছিলাম
এ জন্মটা তোমাকেই দেবো,
তোমার হৃদয়ে হৃদয় পুঁতে
প্রেমের মৃত্যু নেবো!
বাংলাদেশ সময়: ০:২৮:৪৭ ১০৭০ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News