প্রেমের মৃত্যু নেবো - ফয়সাল হাবিব সানি

Home Page » সাহিত্য » প্রেমের মৃত্যু নেবো - ফয়সাল হাবিব সানি
বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭



প্রেমের মৃত্যু নেবো

অামি অাকাশকে ভেলোবেসেছিলাম
মেঘকেও একরত্তি দেবো
মেঘের পায়ে চুমো খেয়ে
অাবার জন্ম নেবো।

পাখির সুললিত কণ্ঠ শুনে
পাখিকেও লাগলো ভালো
অাকাশের বুকে ডুবন্ত সূর্য দেখে
রঙ হলো প্রেমের কালো।
পাখির সাথেও করলাম প্রেম কিছুদিন
অশৃঙ্খল হলাম বটে,
পাখিটা কোথায় হারিয়ে গেলো
খুঁজে পেলাম না অার মোটে!

হাঁটতে হাঁটতে পথও হলো
ভীষণ রকম প্রিয়
সেদিন পথ বললো ডেকে,
`কিছুটা অামায় দিও’!
ভালোবাসা পেতে দিলাম হৃদয়ে পথের
এসেছি বললাম তাকে,
বললাম এনেছি শুভ্রতা কিছু
ভালোবাসারা এখানে থাকে।

গাছের হাজার বর্ণ দেখে
গাছকে দিলাম মন,
গাছও অামার বন্ধু হলো
বন্ধু হলো বন।
গাছের কাছে শান্তি পেলাম
ছায়া পেলাম অারও-
হঠাৎ সেই গাছটা মারা গেলো
মরতে যে হয় তারও।

ভালোবাসলাম অাকাশ, মেঘ, পাখি, পথ, গাছ
নদীর ভেতর ভালোবাসলাম রূপোলি জলের মাছ।

অামি অাকাশকে ভালোবেসেছিলাম
মেঘকেও একরত্তি দেবো
ভালোবাসার চরণ ছুঁয়ে
অাবারও জন্ম নেবো।

অামি অাকাশের ভেতর দেখেছি তোমায়
মেঘের চোখে খেলেছি তোমায়
পথের শরীরে রেখেছি তোমায়
পাখির স্বপ্নে এঁকেছি তোমায়
গাছের অদ্ভূত স্পর্শ ভেবেছি তোমায়!

জগতের সবকিছুই যেন ছিলে ওই তুমি, সবকিছুতেই তোমায় রেখে
অামি সবকিছুই ভালোবেসেছি, তোমায় দেখে দেখে…

অামি সবকিছুর ভেতর তোমায় পেয়েছিলাম
এ জন্মটা তোমাকেই দেবো,
তোমার হৃদয়ে হৃদয় পুঁতে
প্রেমের মৃত্যু নেবো!

বাংলাদেশ সময়: ০:২৮:৪৭   ১০৪৯ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ