বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০১৭
মেঘের গায়ে পদ চিহ্ন -জামান মাহমুদ
Home Page » শিশু-কিশোর » মেঘের গায়ে পদ চিহ্ন -জামান মাহমুদঅলসতায় অবহেলায়
কাটছে তোমার দিন
ইচ্ছে গুলো হচ্ছে অবশ
সম্ভাবনা ক্ষীণ!
সময় তোমার যাচ্ছে কেটে
আকাশ কুসুম কল্পনায়
অনেক কিছু হবে তুমি
আঁকছো ছবি আল্পনায়।
কিন্তু জেনো চেষ্টা ছাড়া
হবেনাতো কিছুই
কর্মহীনের বিফলতা
নিবে শুধু পিছুই!
অধ্যবসায় নিয়ে তুমি
চেষ্টা করো শুরু
দেখবে তখন জীবন হবে
সফলতায় পুরু।
আশা রাখো উচ্চে তোমার
কার্য রাখো জারি
দেখবে তোমার বিজয় মালা
জুটবে ভুরি ভুরি।
তাইতো বলি শোনো বাছা
ছেড়ো নাকো কোনো আশা
এখন থেকেই সামনে চলো
আর থেকোনা বসে
সোনার ফসল ঘরে আনো
জীবন জমি চষে।
এমন ভাবে জীবন গড়ো
হবে তুমি অনেক বড়
মেঘের গায়ে রেখে যাবে
তোমার পদ চিহ্ন।
সবার হবে চোখের মনি
জন্ম হবে ধন্য।
বাংলাদেশ সময়: ০:০৫:২৩ ১২৪৯ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News