বুধবার, ১ নভেম্বর ২০১৭

বিএনপির সঙ্গে কোনো আলোচনা হবে না : মোহাম্মদ নাসিম

Home Page » আজকের সকল পত্রিকা » বিএনপির সঙ্গে কোনো আলোচনা হবে না : মোহাম্মদ নাসিম
বুধবার, ১ নভেম্বর ২০১৭



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘নির্বাচন নিয়ে সমঝোতার জন্য বিএনপির সঙ্গে কোনো আলোচনা হবে না।’

আজ বুধবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। জেল হত্যা দিবস উপলক্ষে ওই আলোচনা সভার আয়োজন করে শহীদ এম মনসুর আলী স্মৃতি সংসদ।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কার সঙ্গে আলোচনা করব। যে আমার জাতির জনককে হত্যা করার পরে খুনিদের আশ্রয় প্রশ্রয় দিয়েছিল সেই জিয়ার দলের সঙ্গে কোনো আলোচনা হবে না। জাতীয় চার নেতাকে হত্যা করার পর যারা খুনিকে আশ্রয় দিয়েছিল সেই জিয়ার দলের সঙ্গে কোনো আলোচনা কোনো দিন হবে না। প্রশ্নই উঠে না।’

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘১৯৭৫ সালের ঘটনা দুটি ২১ বছর আমাদের জীবন থেকে নিয়ে গেছে।’

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ‘রাজনীতি তো ধ্বংস করে দিয়ে গেছে জিয়াউর রহমান। যে দম্ভ করে বলেছিল আই উইল মেইক পলিটিকস ডিফিকাল্ট টু দি পলিটিসিয়ানস।’

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘আমরা যেন কোনো আত্মপ্রসাদে না ভুগি। কোনো আত্মতুষ্টিতে না ভুগি। আমরা যেন অবশ্যই অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সংগ্রামের যে ধারাবাহিকতা তাকে অব্যাহত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করি। সামনের বছরটি খুবই গুরুত্বপূর্ণ।’

দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার বলেন, ‘পাইলট ভয়ঙ্কর ঘটনা ঘটানোর জন্য প্রস্তুত হচ্ছিলেন। এটা পত্রিকায় আপনারা দেখেছেন। ষড়যন্ত্র চলছে। খুনিরা সক্রিয়। আমাদের সাবধান থাকতে হবে।’

বাংলাদেশ সময়: ২২:২৪:১২   ৫৬৯ বার পঠিত   #  #  #  #  #  #  #  #  #  #