বুধবার, ১ নভেম্বর ২০১৭

ধর্মপাশায় প্রথম দিনের অায়োজিত জেএসসি ও জেডিসি পরীক্ষা সুষ্টভাবে সম্পন্ন

Home Page » আজকের সকল পত্রিকা » ধর্মপাশায় প্রথম দিনের অায়োজিত জেএসসি ও জেডিসি পরীক্ষা সুষ্টভাবে সম্পন্ন
বুধবার, ১ নভেম্বর ২০১৭



জেএসসি ও জেডিসি পরীক্ষা
আল-আমিন আহম্মেদ, বঙ্গ-নিউজ : আজ বুধবার সকাল দশটায় সারাদেশে একযোগে শুরু হয় অষ্টম শ্রেণীর জেএসসি-জেডিসি পরীক্ষা।চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আজ বুধবার সকাল থেকে শুরু হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর সারাদেশে দুই ২,৮৩৪টি পরীক্ষা কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর ২৮ হাজার ৬২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ পরীক্ষার্থী এ দুটি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১১ লাখ ৪৪ হাজার ৭৭৮ জন ছাত্র এবং ১৩ লাখ ২৪ হাজার ৪২ জন ছাত্রী রয়েছে।
এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা এক লাখ ৭৯ হাজার ২৬৪ জন বেড়েছে। পাশাপাশি গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যাও ৫৬ হাজার ৪৫ জন বৃদ্ধি পেয়েছে। এ জন্য পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও একশটি বাড়ানো হয়েছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১৩৩টি।
এ বছর জেএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৯৬ হাজার ২১২ জন এবং জেডিসি পরীক্ষায় ১৪ হাজার ৩৬৭ জন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এ বছর বাংলাদেশের বাইরে সৌদি আরব, লিবিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন ও ওমানের মোট নয়টি কেন্দ্রে ৬৫৯ পরীক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশে নিয়েছে।সুনামগঞ্জেরর ধর্মপাশা উপজেলার মধ্যনগর(ধরম-২) কেন্দ্রের অধীনে মোট পরীক্ষার্থী ১১৯৭ জন, অনুপস্থিত ছিল ২২ জন। গেল বছর থেকে পরীক্ষার্থীর হার বেশি হওয়াই মধ্যনগর (ধরম-২) কেন্দ্রকে দুটি শাখা কেন্দ্রে ভাগ করা হয়, মহেষখলা উচ্চ বিদ্যালয় ও বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়। ধর্মপাশার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে, কেন্দ্র গুলোতে সুন্দর পরিবেশ লক্ষ করা হয়।
পরীক্ষার্থীরা এবং অভিবাবকরা বঙ্গ-নিউজকে জানায় যে সৃজনশীল প্রশ্নে ৭ টি করাতে তাঁদের লিখতে গিয়ে সময় বেশি প্রয়োজন। তাই ২০১০ এর শিক্ষা নীতি অনুযায়ী বহুনির্বাচনীতে ৪০ নম্বর ও প্রশ্নে ৬০ নম্বর করার জন্য শিক্ষা কমিশনের প্রতি অাহবান জানান।

বাংলাদেশ সময়: ২১:১৮:১৬   ৬০২ বার পঠিত   #  #  #  #  #  #