ধর্মপাশায় প্রথম দিনের অায়োজিত জেএসসি ও জেডিসি পরীক্ষা সুষ্টভাবে সম্পন্ন

Home Page » আজকের সকল পত্রিকা » ধর্মপাশায় প্রথম দিনের অায়োজিত জেএসসি ও জেডিসি পরীক্ষা সুষ্টভাবে সম্পন্ন
বুধবার, ১ নভেম্বর ২০১৭



জেএসসি ও জেডিসি পরীক্ষা
আল-আমিন আহম্মেদ, বঙ্গ-নিউজ : আজ বুধবার সকাল দশটায় সারাদেশে একযোগে শুরু হয় অষ্টম শ্রেণীর জেএসসি-জেডিসি পরীক্ষা।চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আজ বুধবার সকাল থেকে শুরু হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ বছর সারাদেশে দুই ২,৮৩৪টি পরীক্ষা কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর ২৮ হাজার ৬২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ পরীক্ষার্থী এ দুটি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১১ লাখ ৪৪ হাজার ৭৭৮ জন ছাত্র এবং ১৩ লাখ ২৪ হাজার ৪২ জন ছাত্রী রয়েছে।
এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা এক লাখ ৭৯ হাজার ২৬৪ জন বেড়েছে। পাশাপাশি গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যাও ৫৬ হাজার ৪৫ জন বৃদ্ধি পেয়েছে। এ জন্য পরীক্ষা কেন্দ্রের সংখ্যাও একশটি বাড়ানো হয়েছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১৩৩টি।
এ বছর জেএসসি পরীক্ষায় অনিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ৯৬ হাজার ২১২ জন এবং জেডিসি পরীক্ষায় ১৪ হাজার ৩৬৭ জন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এ বছর বাংলাদেশের বাইরে সৌদি আরব, লিবিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), বাহরাইন ও ওমানের মোট নয়টি কেন্দ্রে ৬৫৯ পরীক্ষার্থী জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশে নিয়েছে।সুনামগঞ্জেরর ধর্মপাশা উপজেলার মধ্যনগর(ধরম-২) কেন্দ্রের অধীনে মোট পরীক্ষার্থী ১১৯৭ জন, অনুপস্থিত ছিল ২২ জন। গেল বছর থেকে পরীক্ষার্থীর হার বেশি হওয়াই মধ্যনগর (ধরম-২) কেন্দ্রকে দুটি শাখা কেন্দ্রে ভাগ করা হয়, মহেষখলা উচ্চ বিদ্যালয় ও বংশীকুন্ডা মমিন উচ্চ বিদ্যালয়। ধর্মপাশার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে, কেন্দ্র গুলোতে সুন্দর পরিবেশ লক্ষ করা হয়।
পরীক্ষার্থীরা এবং অভিবাবকরা বঙ্গ-নিউজকে জানায় যে সৃজনশীল প্রশ্নে ৭ টি করাতে তাঁদের লিখতে গিয়ে সময় বেশি প্রয়োজন। তাই ২০১০ এর শিক্ষা নীতি অনুযায়ী বহুনির্বাচনীতে ৪০ নম্বর ও প্রশ্নে ৬০ নম্বর করার জন্য শিক্ষা কমিশনের প্রতি অাহবান জানান।

বাংলাদেশ সময়: ২১:১৮:১৬   ৫৮৪ বার পঠিত   #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আজকের সকল পত্রিকা’র আরও খবর


নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাজী মোহাম্মদ হারিজ খান
সেরে উঠলেন ক্যানসার রোগীরা
আশুলিয়ায় খুশবু রেস্তোরাঁ উদ্বোধন
ধর্মপাশায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের কর্মসূচী
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি পণ্য সরবরাহ
বিশ্বব্যাপী প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনে কূটনীতিকদের আন্তরিক হতে হবে: শেখ হাসিনা
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন
শেখ রাসেলের ৫৮ তম জন্ম বার্ষিকী ও জাতীয় ইদুর নিধন

আর্কাইভ