বুধবার, ১ নভেম্বর ২০১৭

বন্ধু তর লাইগারে আমার তনু জ্বরজ্বর-আনোয়ার ইউনুস

Home Page » প্রথমপাতা » বন্ধু তর লাইগারে আমার তনু জ্বরজ্বর-আনোয়ার ইউনুস
বুধবার, ১ নভেম্বর ২০১৭



ফাইল ছবি

আনোয়ার ইউনুস বঙ্গ-নিউজঃ বন্ধু তর লাইগারে আমার তনু জ্বরজ্বর,মনে লয় ছাড়িয়ারে যাইতাম থুইয়া বাড়ি ঘর। মনের গহীনে জমানো,ফুলো পাপড়িতে মোড়ান কথা বলা হয়নি তোমায়। রাতের খোলা আকাশে ভরা পূর্ণিমা চাঁদ দেখেছি,দেখেছি ফুলে মোড়ান তোমার মলিন মুখ। চাঁদ হাসলেও হাসনি তুমি,ভাসনি ভালো,জালনি আলো। তবু মনের দক্ষিণ কোণে তোমা তরে ভালোবাসার বাসা বোনে আপন মনে। যত দূরে যাই,অকূলে হারাই,পথ নাহি পাই। পথের খোঁজে পথের মাঝে আপনে হারাই,ভাবি যদি তোমায় পাই। আমি কোথা বল যাই,যেথা গেলে তোমা পাই। আকুল মনে ব্যাকুল হয়ে তোমায় যখন চাই,ফুল তুলিয়া রাখি কুলায় ঘুরে দেখি ছাই। যাহা আমি চাই,কবু নাহি পাই,তবু আমি চাই,পাই কিবা না পাই। সময় এমন একটি জিনিস চলে গেলে আর ফিরে আসে না। শুধু মনের গহীনে অনন্তকালের কথার মালা হয়ে থাকে। যদি আবার ফিরে পেতাম হারানো সে দিনগুলো।

বাংলাদেশ সময়: ০:০৮:১১   ৭১৯ বার পঠিত   #  #  #  #  #  #  #  #  #  #