মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭

শুভ রাত্রি! চাঁদ কেন আসে না আমার ঘরে

Home Page » ফিচার » শুভ রাত্রি! চাঁদ কেন আসে না আমার ঘরে
মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ চাঁদ কেন আসে না আমার ঘরে,সে অভিমানিনি…আজও তো বলেনি আসবে কিনা সে ফিরে!

 

 

চাঁদের আলো মূর্ছা গেলো কালো মেঘের পরে,
আঁধার এলো নেমে আমার আমার ছোট্ট কুড়েঘরে ।
কেঁদে বেড়াই ছোট্ট ঘরে ব্যর্থ আশা নিয়ে,
আঁধার বুকে সুখ যে আঁকি রঙীন স্বপন দিয়ে ।
স্বপ্নগুলো যায় যে মরে হৃদের কারাগারে,
ঢেউ জলেতে আসে ভেসে চক্ষু নদীর পারে ।
চাঁদের আশায় চেয়ে থাকি চাঁদের নেই কো দেখা,
আনতাম তারে পেতাম যদি রঙীন দুটি পাখা ।
চোখের জলে সময় যে যায় কষ্টগুলো বাড়ে,
আঁধার এখন জেগে আমার ছোট্ট কুড়েঘরে ।
একলা আমি কষ্ট নিয়ে কেমন করে থাকি
ইচ্ছে করে হব আমি দুর আকাশের পাখি ।
কাটবে আঁধার উঠবে জোছন নিয়ে রুপোর আলো

ছোট্ট কুড়েঘরে এসে বাসবে আমায় ভালো।-

সুদীপ তন্তুবায় (নীল)

বাংলাদেশ সময়: ২২:০১:৫১   ৬১৭১ বার পঠিত   #  #  #  #  #  #  #  #  #  #