মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭

৭ রোহিঙ্গার মৃত্যু, নিখোঁজ ৫

Home Page » আজকের সকল পত্রিকা » ৭ রোহিঙ্গার মৃত্যু, নিখোঁজ ৫
মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭



ফাইল ছবি
বঙ্গ-নিউজঃ  মিয়ানমার থেকে পালিয়ে আসার সময় কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় সমুদ্র সৈকতে রোহিঙ্গা ভর্তি পৃথক নৌকাডুবির ঘটনায় অন্তত ছয় শিশুসহ সাত রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এতে নিখোঁজ রয়েছে আরো পাঁচ রোহিঙ্গা।

সোমবার রাত সাড়ে ১০টা দিকে টেকনাফের মহেশখালী পাড়া এলাকায় এবং মঙ্গলবার সকাল ১০টায় উখিয়ার জালিয়া পালং এলাকা সংলগ্ন সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুদ্দিন খান সমকালকে তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

স্থানীয় সদর ইউনিয়নের চেয়ারম্যান শাহাজান মিয়া সমকালকে জানান, ৩৫ রোহিঙ্গা যাত্রীসহ নৌকাটি ডুবে গেলে তিন শিশুর মৃত্যু হয়। এতে নিখোঁজ রয়েছে পাঁচ রোহিঙ্গা।

নিহত তিন শিশুর মধ্যে দুইজন হলো- সাত মাস বয়সী মাকসুদ ও তিন মাস বয়সী জোহরা এবং একজনের নাম এখনো জানা যায়নি।

উদ্ধার হওয়া রোহিঙ্গা আশরাফ আলী জানান, মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের হাত থেকে বাঁচতে পালিয়ে আসার সময় ৩৫ জন যাত্রীসহ তাদের নৌকা ডুবির ঘটনাটি ঘটে।

নিহত শিশুদের পরিবারের সম্মতি ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে টেকনাফে তিন শিশুর মরদেহ দাফন সম্পন্ন করেছে স্থানীয় পুলিশ।

অপরদিকে, উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের ৭নং ওয়ার্ড সংলগ্ন সমুদ্র সৈকতে মিয়ানমার থেকে পালিয়ে আসার সময় নৌকা ডুবিতে তিন শিশু ও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বাহাজপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কান্তি সমকালকে এ তথ্য জানান।

নিহতরা হলো- এনামুল হাসান (৪), মিনারা বেগম (৫) ও জোহরা (৬০)। বাকি একজনের নাম জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৪:০৫:৫৫   ৫৩৩ বার পঠিত   #  #  #  #  #  #