সোমবার, ৩০ অক্টোবর ২০১৭

ইরাকে গণকবর থেকে ৫০ জনের হাড়গোড় উদ্ধার

Home Page » আজকের সকল পত্রিকা » ইরাকে গণকবর থেকে ৫০ জনের হাড়গোড় উদ্ধার
সোমবার, ৩০ অক্টোবর ২০১৭



বঙ্গ-নিউজঃ ইরাকের কিরকুট শহরে একটি গণকবর থেকে ৫০ জন মানুষের হাড়গোড় উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

জঙ্গিগোষ্ঠী দায়েশের হাতে নিহত হওয়া সেনা ও পুলিশ সদস্যদের লাশ ওই গণকবরে পুঁতে ফেলা হয়। খবর আনাদলু এজেন্সির।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, কিরকুকের হাউজা বিভাগের আল বাকারা গ্রামে এ গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে উদ্ধারকৃত হাড়গোড় পরীক্ষা করা হবে এবং শিগগিরই এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

দেশটির সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, এ বছরের প্রথমদিকে আরও দুটি গণকবরের সন্ধান পাওয়া গিয়েছিল। যেখান থেকে সেনাবাহিনী ও পুলিশের কয়েক ডজন সদ্যের মৃতদেহ উদ্ধার করা হয়। তাদেরও জঙ্গিগোষ্ঠী দায়েশ হত্যা করেছিল।

চলতি মাসের ৮ তারিখে ইরাকের নিরাপত্তা বাহিনী কিরকুটের হাউজি এলাকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেয়। এই এলাকাটি ছিল সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ শক্ত ঘাঁটি।

কিরকুক পুলিশের ক্যাপ্টেন হামেদ আল ওবাইদি বলেন, নিরাপত্তা বাহিনী গণকবরের বিষয়ে তদন্ত শুরু করেছে। ২০১৪ সালের মাঝামাঝি সময়ে সেনা ও পুলিশ সদস্যদের হত্যা করে এই গণকবরে পুঁতে ফেলা হয় বলে ধারণা করা হচ্ছে।

কিরকুক এলাকা নিয়ন্ত্রণে রাখা দায়েশ-এর সদস্যরা আইনশৃংখলা বাহিনীর হাতে গত কয়েক মাসে চরমভাবে পরাজিত হয়। ইরাক ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর অভিযানে কিরকুক শেষ পর্যন্ত সম্পূর্ণ ইরাক সরকারের নিয়ন্ত্রণে আসে।

বাংলাদেশ সময়: ২:৩৪:৪৪   ৭১৪ বার পঠিত   #  #  #  #  #  #  #  #  #  #