রবিবার, ২৯ অক্টোবর ২০১৭
হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসার কারণে শ্রীপুরে চার মাসের শিশুর মৃত্যু
Home Page » প্রথমপাতা » হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসার কারণে শ্রীপুরে চার মাসের শিশুর মৃত্যুমোঃ ফজলুল হক গাজীপুর প্রতিনিধি,বঙ্গ নিউজ ডটকমঃ গাজীপুরের শ্রীপুরে চার মাসের এক শিশুর মৃত্যু হয়েছে, ভন্ড হাতুড়ে ডাক্তারের ভুল অপারেশনের কারণে।
উপজেলার চকপাড়া মেডিকেল মোড়ের আলম ফার্মেসিতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রফিক উপজেলার সিংগারদিঘী গ্রামের অটোরিকশা চালক আল আমিনের একমাত্র ছেলে।
শিশুটির বাবা জানান, সপ্তাহ খানেক আগে তার ছেলের পিঠে টিউমারের মত ফুলে ওঠে। শুক্রবার সকালে তিনি ছেলেকে নিয়ে ওই ফার্মেসিতে যান। সেখানে হাতুড়ে ডাক্তার আলম মিয়া তা টিউমার বলে অপারেশনের কথা বলেন।
পরে চার হাজার টাকা চুক্তি করে আলম অপারেশন শুরু করেন। এক পর্যায়ে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তাকে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নেওয়া হয়।
সেখান থেকে রফিককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ময়মনসিংহ থেকে ঢাকা শিশু হাসপাতালে নেওয়ার পথে শুক্রবার সন্ধ্যায় বাঘের বাজার এলাকায় সে মারা যায়।
শ্রীপুর থানার এসআই আবুল হাসান জানান, ওই ঘটনায় অনধিকার অস্ত্রোপচার আইনে মামলা হয়েছে। ঘটনার পর থেকে হাতুড়ে ডাক্তার পলাতক রয়েছেন।
বাংলাদেশ সময়: ২৩:৩১:৪৬ ৭১৮ বার পঠিত