শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭

স্বেচ্ছাচারী মহাকাল - মুতাকাব্বির মাসুদ

Home Page » বিবিধ » স্বেচ্ছাচারী মহাকাল - মুতাকাব্বির মাসুদ
শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭



 ফাইল ছবি

আমার নিশ্বাসে কোনো বিশুদ্ধ ভোর নেই
আমার আঙিনায় বিষবৃক্ষ রোজ আমাকে উত্যক্ত করে
সুরভি মহুয়ার রসে আকণ্ঠ নিমজ্জমান
আমি মাতাল ঋষি-নষ্টজলে তৃষ্ণা মেটাই
মন্দিরের শুচি অন্দরে বিকৃত প্রার্থনে আমি এক চণ্ডাল
“”
আমি খুঁজেছি বিশুদ্ধ রোদের উত্তাপ
নহলী ফুলের জন্মগুহায়
আমি দেখেছি অধুনা ভোর
লজ্জাবতীর শরীর জুড়ে নষ্টপোকার সঙ্গম
ধানের শিষে ক্লান্ত শিশিরের নিগূঢ় নীল চুম্বন
ফোঁটায় ফোঁটায় আগুনের পসিনা ঝরে
কিশোরী মৃত্তিকার নবোদিত বুকে
নীরবে নিভৃতে যেখানে গন্ধেশ্বরী খেলা করে
নিরুদ্বিগ্ন সুপ্তির আঁচলে নির্দোষ আত্মার সাথে
আমি শুনেছি ক্লান্ত পাখির ডানায়
নিরপেক্ষ পৃথিবীর কান্না
দেখেছি দিনের শেষে রক্তজবায়
রঙধনুর পিষ্ট হওয়া নষ্ট শরীর
“”
আমি দেখেছি রোদের ঢেউয়ে উজিয়ে যাওয়া
হলুদ সন্ধ্যায় বৈরাগী বালুচর
শৈবলিনীর শুদ্ধদেহে নষ্টপ্রেমের বখরা
লাল কাঁকরের চিকন বুকে মহাকালের যাত্রা
ভাঙ্গা নৌকার রংমশালে খেপাবিলের হাওয়া
নদীর জলে বিপ্লবী দুপুর ভাসে আর ডুবে
পাখির চোখে মানুষগুলো কাকতাড়ুয়া
“”
আমি দেখেছি লাল ডাইয়ার হিরণ্ময় বুকে
অনূঢ়া কন্যার হাঁসুলি
কন্যা-কুমারীর আদুড় বুকে কালকেউটের জ্বালা
উচল পথে উছল যৌবন
কালামুখী নেশার ঘোরে নিজেকে খুঁজে
বিপন্ন লেমের শিষে
এলো খোঁপায় অভিমানি আঁধার
হারানো দীপ্তি খুঁজে উৎচক্ষুর আড়ালে
“”
আমি দেখেছি পাহাড়ি ঝরনার রুপোলী বুকে
উদ্দাম নৃত্যে মগ্ন স্বেচ্ছাচারী মহাকাল
আদুরে নীলার বুকে নাগপদ্মের ঢেউ
লাল পাহাড়ের মাটির বনে কৃষ্ণকীটের উল্লাস
কাটাবনের ঝোপের ভেতর বনবরইয়ের ঝোপ
সুহাসিনী প্রজাপতি ডানায় তুলে সূর্য
কালের যাত্রায় উড়াল খেলে লালাগুনের সৈকতে
আমার সুসজ্জিত পৃথিবীর অবারিত বুকে
কোনো এক অপগ্রহের দুর্বিনীত আত্মা
কালের কাফনে এখন উদ্ধত নৃত্যে মত্ত!

মুতাকাব্বির মাসুদ

বাংলাদেশ সময়: ২৩:১৩:৪৬   ৮৭২ বার পঠিত   #  #  #  #  #  #