শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭
অং সান সু চির কঠোর সমালোচনা করলেন জাতিসংঘের দূত
Home Page » আজকের সকল পত্রিকা » অং সান সু চির কঠোর সমালোচনা করলেন জাতিসংঘের দূতবঙ্গ-নিউজঃ রোহিঙ্গা সংকটে মিয়ানমারের নেত্রী অং সান সু চির নির্লিপ্ততার তীব্র সমালোচনা করেছেন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে নিয়োজিত বিশেষ দূত ইয়াংহি লি। জেনেভায় জাতিসংঘ সদর দফতরে বৃহস্পতিবার এক বক্তব্যে সু চির সমালোচনা করেন তিনি।
একই সঙ্গে রোহিঙ্গা সংকটের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ায় চরমপন্থা ছড়িয়ে পড়তে পারে বলেও আশঙ্কা করেন লি।
ইয়াংহি লি বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারে ঘৃণার মাত্রা এতটাই তীব্র যে হত্যাযজ্ঞ নিয়ে গণমাধ্যমগুলোও নিশ্চুপ ভূমিকা পালনে বাধ্য হচ্ছে। রাখাইনে কোনো ধরনের শিক্ষা-স্বাস্থ্যসেবার জায়গা নেই। সেখানে দশকের পর দশক ধরে চলছে রোহিঙ্গাদের জাতিগত নিধন। এ অবস্থায় সু চির নির্লিপ্ত আচরণে আমি আশাহত। তার বক্তব্যে মনে হয়, রোহিঙ্গা নামের কোনো জনগোষ্ঠীর অস্তিত্বই নেই।
সু চি নিজের জনপ্রিয়তা আর মানবিকতা বোধ কাজে লাগিয়ে এই বর্বরতা থামাতে পারতেন বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮:১০:৪২ ৫৪৮ বার পঠিত #24/7 Tech News Bangla Newspaper | List of all Online #Bangla News 24 and rest of all continuously updated Ban #Barisal #BD News 24 #Chittagong #Comilla. CHITTAGONG DHAKA SYLHET BARISAL KHULNA RAJSHA #Khulna #Rajshahi #Rangpur #Sylhet