বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭
ইন্দোনেশিয়ায় একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে,নিহত ২৭
Home Page » আজকের সকল পত্রিকা » ইন্দোনেশিয়ায় একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে,নিহত ২৭বঙ্গ-নিউজঃ ইন্দোনেশিয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩৫ জন। খবর বিবিসির। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবরে বলা হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টায় জাকার্তার পশ্চিমাঞ্চলের তেংগারাংয়ের একটি কারখানায় এ ঘটনা ঘটে। জাকার্তা থেকে এর দূরত্ব ২৫ কিলোমিটার। ফ্যাক্টরি থেকে নিহতদের দেহ বের করার চেষ্টা করছেন উদ্ধারকারীরা।
তেংগারাং পুলিশের প্রধান হ্যারি কুর্নিয়াওয়ান বার্তাসংস্থা এএফপিকে বলেন, ওই ফ্যাক্টরিতে ১০৩ জন শ্রমিক কাজ করছিলেন। অগ্নিকাণ্ডে হতাহত সকলেই ওই কারখানার কর্মচারি। ওই কারখানায় যারা কাজ করতেন তাদের অধিকাংশই নারী। আমরা এখনো হতাহতদের উদ্ধার করছি।
বৈদ্যুতিক লাইনে ত্রুটির কারণে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৭:২০:৪৮ ৮৯১ বার পঠিত #Bangla News 24 and rest of all continuously updated Ban #Bangla Newspaper | List of all Online Bangladeshi Newsp #Barisal #BD News 24 #Chittagong #Comilla. CHITTAGONG DHAKA SYLHET BARISAL KHULNA RAJSHA #Khulna #Rajshahi #Rangpur #Sylhet