বুধবার, ২৫ অক্টোবর ২০১৭
১৮ বিশ্বকাপে নাশকতার হুমকি আইএস’র
Home Page » আজকের সকল পত্রিকা » ১৮ বিশ্বকাপে নাশকতার হুমকি আইএস’রবঙ্গ-নিউজঃ এক চোখ দিয়ে ঝরে পড়ছে রক্তধারা। ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির এমনই ভয়াবহ ছবিসহ পোস্টার ছড়াল ইসলামিক স্টেট।
শুধু তাই নয়, সেই সঙ্গে তাদের হুমকি, আসন্ন ২০১৮ রাশিয়া ফুটবল বিশ্বকাপে ভয়াবহ হামলা চালানো হবে।
জানা গেছে, আইএসের মুখপত্র ওয়াফা মিডিয়া ফাউন্ডেশন পোস্টার সহ মেসির এই ছবি প্রকাশ করেছে । তাদের দেওয়া পোস্টারসহ হুমকি প্রকাশ করেছে সাইট ইন্টেলিজেন্স গ্রুপ। এই সংস্থা আন্তর্জাতিক জঙ্গি কার্যকলাপের ওপর বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করে থাকে।
শুধু মেসির রক্তাক্ত ছবি নয়, একের পর এক ভয়াবহ ছবি ছড়িয়েছে ইসলামিক স্টেট। কোনও ছবিতে দেখা গেছে বিশাল স্টেডিয়ামের বাইরে সশস্ত্র এক জঙ্গি। যেকোনও মুহূর্তেই সেই জঙ্গি আত্মঘাতী হামলা চালাতে তৈরি। কোনও ছবিতে দেখা গিয়েছে, রক্তাক্ত চপার ও পিস্তল সহ চটকদারি ছবি। যার পটভূমি রাশিয়ার শহর।
ইঙ্গিত কার হচ্ছে হামলার। কোনও ছবিতে বিশ্বকাপের লোগো সহ হুমকি-আসছি আমরা তৈরি থেক।
এদিকে ২০১৮ রাশিয়ায় ফিফা ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি এখন তুঙ্গে। মস্কো সহ দেশের সর্বত্র চলছে বিশ্বকাপ প্রচার। যে কোনওরকম নাশকতা ও জঙ্গি হামলা রুখতে সদা তৎপর পুতিন সরকার। রাশিয়া ফুটবল বিশ্বকাপে বহু দর্শক আসবেন। প্রত্যেকের উপরেই থাকবে কড়া নজর। বিশেষ নজরদারির আওতায় থাকবে আফ্রিকা ও মধ্য প্রাচ্যের দর্শকদের উপরে।
বাংলাদেশ সময়: ৭:৩৫:৪৭ ১০৪১ বার পঠিত #Bangla News 24 and rest of all continuously updated Ban #Bangla Newspaper | List of all Online Bangladeshi Newsp #Barisal #BD News 24 #Chittagong #Comilla. CHITTAGONG DHAKA SYLHET BARISAL KHULNA RAJSHA #Khulna #Rajshahi #Rangpur #Sylhet