বুধবার, ২৫ অক্টোবর ২০১৭

স্বামী-স্ত্রীর মধ্যে শুধু শারীরিক সম্পর্ক থাকলেই তারা ভালো থাকে না-স্বস্তিকা

Home Page » প্রথমপাতা » স্বামী-স্ত্রীর মধ্যে শুধু শারীরিক সম্পর্ক থাকলেই তারা ভালো থাকে না-স্বস্তিকা
বুধবার, ২৫ অক্টোবর ২০১৭



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ টিভি সিরিয়াল থেকে চলচ্চিত্র-প্রায় সব জায়গায় জনপ্রিয়তার ছাপ রেখেছেন তিনি। তবে স্বামী সুমনের সঙ্গে দাম্পত্য কলহ নিয়ে প্রায় মিডিয়াকর্মীদের প্রশ্নের সম্মুখীন হতে হয় এই অভিনেত্রীকে। এরই ধারাবাহিকতায় দাম্পত্য কহল নিয়ে সাংবাদিকদের প্রশ্নে জবাবে স্বস্তিকা বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে শুধু শারীরিক সম্পর্ক থাকলেই তারা ভালো থাকে না, এর বাইরেও মানুষ ভালো থাকতে পারে।
‘দেবদাসী’ সিরিয়ালের জনপ্রিয়তার পর বড় পর্দায় আসা স্বস্তিকা বলেন, ‘কাউকে কখনোই বলতে শুনলাম না যে আমরা ভালো আছি। বরং সব সময় শুনতে হয়, এতদিন কিভাবে সংসার করছেন? শুধু শারীরিক সম্পর্কের জন্য আছেন নাকি টাকার জন্য? কিন্তু শারীরিক সম্পর্কের বাইরেও যে মানুষ ভালো থাকতে পারে এটা কেউ বিশ্বাস করে না। শুধু মিডিয়া বা ইন্ডাস্ট্রির প্রেক্ষিতে বলছি না। সাধারণ মানুষের মধ্যেও রয়েছে এই জিনিসটা।

তবে স্বামীকে নিয়ে সাধারণ মানুষ কিংবা মিডিয়াকর্মীদের আগ্রহটাকে জিইয়ে রাখার পক্ষে স্বস্তিকা। তিনি বলেন, ‘আমি আর সুমন একসঙ্গে আছি না নেই, তার চর্চাটা চলছে, চলুক।

লোকে যা ইচ্ছে ভাবুক। আমি কিছুই বলব না।

বাংলাদেশ সময়: ০:২৫:৫১   ১০৩৯ বার পঠিত   #  #  #  #  #  #  #  #  #  #