মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭
রোহিঙ্গা সংকট নিরসনে কানাডার বিশেষ দূত মিয়ানমারে
Home Page » আজকের সকল পত্রিকা » রোহিঙ্গা সংকট নিরসনে কানাডার বিশেষ দূত মিয়ানমারেবঙ্গ-নিউজঃ মিয়ানমারের চলমান রোহিঙ্গা সংকট নিরসন ও এ ইস্যুতে চাপ প্রয়োগ করতে দেশটিতে একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
এক বিবৃতিতে সোমবার সাবেক এমপি বব রেই উইলকে বিশেষ দূত হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানান ট্রুডো।
এছাড়া রোহিঙ্গাদের জন্য কানাডার মানবিক সহায়তা এবার দ্বিগুণ করারও ঘোষণা দেন তিনি। রোহিঙ্গাদের জন্য তার দেশ ৯ দশমিক ৫ মিলিয়ন ডলার সহায়তা দেবে।
জানা গেছে, রোহিঙ্গাদের কিভাবে সর্বোচ্চ সহযোগিতা করা যায় রেই উইল সেই বিষয়েও ট্রুডোকে পরামর্শ দেবেন। বিবৃতিতে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ১৩:০৫:৫০ ১১১৬ বার পঠিত #Bangla News 24 and rest of all continuously updated Ban #Bangla Newspaper | List of all Online Bangladeshi Newsp #Barisal #BD News 24 #Chittagong #Comilla. CHITTAGONG DHAKA SYLHET BARISAL KHULNA RAJSHA #Khulna #Rajshahi #Rangpur #Sylhet