মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭
মিস ওয়ার্ল্ড ২০১৭ এর অডিশনে বাংলাদেশের জেসিয়া ইসলাম
Home Page » আজকের সকল পত্রিকা » মিস ওয়ার্ল্ড ২০১৭ এর অডিশনে বাংলাদেশের জেসিয়া ইসলামবঙ্গ-নিউজঃ মিস ওয়ার্ল্ড ২০১৭ এর আয়োজন আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। এরই মাধ্যমে মিশন শুরু হয়েছে বাংলাদেশ থেকে যাওয়া জেসিয়া ইসলামেরও।
গত কয়েক বছর ধরেই মিস ওয়ার্ল্ডের গুরুত্বপূর্ণ ইভেন্ট ‘ডান্সেস অব দ্য ওয়ার্ল্ড’। আর এটি দিয়েই শুরু হয়েছে বিশ্ব সেরা সুন্দরী খোঁজার প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ডের এবারের আসর।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রতিযোগীরা এরইমধ্যে চীনে হাজির হয়েছে। তারা সবাই ‘ডান্সেস অব দ্য ওয়ার্ল্ড’ এর অডিশনে অংশ নেন। প্রতিযোগীরা এতে নিজ দেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেন। বাছাই করা সেরা নাচের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নেয়া সব প্রতিযোগী নাচবেন। সূত্র : মিস ওয়ার্ল্ডের অফিসিয়াল ওয়েবসাইট
বাংলাদেশ সময়: ১২:২৯:৫৬ ৮৩৪ বার পঠিত