সোমবার, ২৩ অক্টোবর ২০১৭

পতিতা-খদ্দের গ্রেফতার,গাজীপুরে হ্যাপী ডে ইন থেকে

Home Page » প্রথমপাতা » পতিতা-খদ্দের গ্রেফতার,গাজীপুরে হ্যাপী ডে ইন থেকে
সোমবার, ২৩ অক্টোবর ২০১৭



 মোঃ ফজলুল হক গাজীপুর প্রতিনিধি, বঙ্গ নিউজ ডটকমঃ গাজীপুরে দুটি আবাসিক হোটেল থেকে ১৬ পতিতা ও খদ্দেরকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

এ সময় জাতীয় উদ্যান এলাকার হ্যাপী ডে ইন ও হোতাপাড়ার বৈশাখী আবাসিক হোটেল থেকে ১৬ পতিতা ও খদ্দেরকে গ্রেফতার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত আট পতিতাকে ১৫ দিন করে ও আট খদ্দেরকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

গাজীপুরের নেজারত ডেপুটি কালেক্টরেট বি এম কুদরত-ই-খুদা বিষয়টি নিশ্চিত করেন।---

বাংলাদেশ সময়: ০:০০:৩৯   ৯৫০ বার পঠিত