শনিবার, ২১ অক্টোবর ২০১৭

আ’লীগ আরও ১০-১৫ বছর ক্ষমতায় থাকলে উন্নত হবে বাংলাদেশ-সজীব ওয়াজেদ জয়

Home Page » আজকের সকল পত্রিকা » আ’লীগ আরও ১০-১৫ বছর ক্ষমতায় থাকলে উন্নত হবে বাংলাদেশ-সজীব ওয়াজেদ জয়
শনিবার, ২১ অক্টোবর ২০১৭



ফাইল ছবি সজীব ওয়াজেদ জয়

বঙ্গ-নিউজঃ ক্ষমতাসীন আওয়ামী লীগ আরও ১০-১৫ বছর ক্ষমতায় থাকলে বাংলাদেশ উন্নত দেশ হবে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর ছেলে ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এজন্য তিনি ফের আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার আহ্বান জানান।

শনিবার সাভারের শেখ হাসিনা যুব প্রশিক্ষণ কেন্দ্র ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

ইয়াং বাংলা ও সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় দেশের উন্নয়নে সরকারের ধারাবাহিকতার ওপর জোর দেন।

সজীব ওয়াজেদ জয় বলেন, মালয়েশিয়াকে যে দলটি দেশ স্বাধীন করেছিল, তারা টানা ৪/৫ টার্ম ক্ষমতায় ছিল। এ কারণেই তারা উন্নয়নশীল দেশে পরিণত হতে পেরেছে। কিন্তু বাংলাদেশের ৪৬ বছরের স্বাধীনতায় মাত্র ১৬ বছর আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে। আমরা টানা মাত্র ৮ বছর ক্ষমতায় আছি। এতেই দেখুন দেশের কী পরিমাণ উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ আরও ১০-১৫ বছর ক্ষমতায় থাকলে বাংলাদেশ উন্নত দেশ হবে।

অর্থনৈতিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কয়েক বছর আগেও বাংলাদেশকে বলা হতো ব্যর্থ রাষ্ট্র। পাকিস্তানের সঙ্গে আমাদের তুলনা করা হতো। বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়েছিল।কিন্তু এখন নেক্সট ইলেভেন অর্থনীতির দেশের একটি হচ্ছে বাংলাদেশ।

রোহিঙ্গাসহ নানা ইস্যু নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।  তিনি যুবসমাজকে সামাজিক উন্নয়নে কাজ করারও আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২০:৫৪:২১   ৭০৫ বার পঠিত   #  #  #  #  #  #  #  #  #  #