শনিবার, ২১ অক্টোবর ২০১৭

সিংগাইরের প্রবেশ পথে বৃষ্টি হলেই মানুষের দুর্ভোগ

Home Page » বিবিধ » সিংগাইরের প্রবেশ পথে বৃষ্টি হলেই মানুষের দুর্ভোগ
শনিবার, ২১ অক্টোবর ২০১৭



ফেইসবুক থেকে প্রাপ্ত ছবি

বঙ্গ-নিউজঃ সিংগাইরের প্রবেশ পথে সাভার উপজেলার হেমায়েতপুর। রাস্তার এমনই বেহাল দশা যে সামান্য বৃষ্টি হলেই চলাচল করার উপায় থাকে না, আর যদি একটু বেশি হয় সেক্ষেত্রে তো কোন কথাই নাই। রাস্তায় ছোট-বড় প্রায় হাজার খানেক গর্তের সৃষ্টি হয়েছে যা সামন্য বৃষ্টি হলে প্রায়ই ছোট যানবাহন উল্টে যায়। ঘন্টার পর ঘন্টা জ্যাম আটকা থাকে নিরীহ জনগণ। রাস্তায় ড্রেনেজ ব্যাবস্থা না থাকায় অবস্থার এই বেহাল দশা। এটি সাভার উপজেলার কোন গুরুর্পূণ সড়ক না হওয়ায় ডজন দুয়েক গার্মেন্টস শ্রমিক ও বিশাল জনগনের দুর্দশা হলেও এটি উন্নয়নের কোন পদক্ষেপ দৃশ্যমান নয়। জনগণের এই ভোগান্তি রোধে যথাযথ কর্তৃপক্ষ দূত পদক্ষেপ নিবেন এটি সকলের প্রত্যাশা…….
সিয়াম নামের একজন ফেইসবুকার এ ভাবেই তার ফেইসবুক পেইজে ছবি সহ তথ্যটি তুলে ধরে।

বাংলাদেশ সময়: ১৬:১৬:২৬   ৬১৬ বার পঠিত   #  #  #  #  #  #  #  #  #  #