শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭

কালিয়াকৈরে ব্রিজ দুটি ঝুকিপূর্ণ চরম দুর্ভোগে জনগণ

Home Page » প্রথমপাতা » কালিয়াকৈরে ব্রিজ দুটি ঝুকিপূর্ণ চরম দুর্ভোগে জনগণ
শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭



 ফজলুল হক গাজীপুর প্রতিনিধি,বঙ্গ নিউজ ডটকমঃ গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের লতিফপুর ঘাটাখালি নদীর উপর দুটি ব্রিজ এর একটি বেইলি ব্রিজ আরেকটি আর সি সি ব্রিজ। সরজমিনে দেখা যায় বেইলি ব্রিজটির সামনে সাবধান ঝুকিপূর্ণ সেতু ভারী যানবাহন চলাচল নিষেধ আদেশ ক্রমে-সওজ কৃত্তপক্ষ এরকম একটি সাইনবোর্ড দিয়ে ব্রিজটি বন্ধ করে দেওয়া হয়েছে।

আর সি সি ব্রিজটি যদিও খোলা রাখা হয়েছে তবে ব্রিজটির এক পাশের পাটাতন নিছের দিকে ডেবে গেছে ফলে যে কোন মুহুতে বড় দরনের দূঘটর্না সহ প্রান হানীর ঘটনা ঘটতে পারে। এলাকাবাসী জানান আর সি সি ব্রিজটি ৩০ বছর আগেই ঝুকিপূর্ণ ঘোষনা করা হয় এবং পরে আরেকটি বেইলি ব্রিজ নির্মান করা হয়। যে ব্রিজটি এখন বন্ধ করে রাখা হয়েছে। অথচ এই ব্রিজ দুটি দিয়ে প্রতিদিন কালিয়াকৈরের যানবাহন সহ উত্তরবঙ্গের বিভিন্ন রোডের কয়েক হাজার যানবাহন চলাচল করে।এলাকাবাসীর দাবী অতি দূত ব্রিজ দুটি মেরামত করা হোক। কালিয়াকৈর বার্তা প্রতিনিধির সাথে মুঠো ফোনে কথা হয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক জনাব হুমায়ুন কবীর খান এর সাথে তিনি বলেন ব্রিজ দুটির এক পাশে হাই ওয়ে রোড আরেক পাশে রেলওয়ে স্টেশন। বেইলি ব্রিজটি বন্ধ করে দেওয়া হয়েছে ও আর সি সি ব্রিজটি অনেক আগেই ঝুকিপূর্ণ ঘোষনা করা হয়েছে। যেহেতু বেইলি ব্রিজটি বন্ধ সেহেতু আর সি সি ব্রিজ দিয়েই সকল যানবাহন চলাচল করছে কিন্তু আর সি সি ব্রিজটির এক পাশের পাটাতন নিছের দিকে ডেবে যাওয়ার কারনে ব্রিজটির দু পাশে জ্যাম লেগেই রয়েছে ফলে ক্ষতিগস্ত হচ্ছে সাধারন মানুষ । এ প্রসঙ্গে--- উর্ধ্বতন কর্মকতাদের বার বার জানানো হলোও কোন কাজ হয়নি। গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের সেকশন অফিসার বশির আহম্মেদ জানান অতি দূত ব্রিজ দুটি মেরামত করা হবে।

বাংলাদেশ সময়: ২০:৪০:০০   ৭০৫ বার পঠিত