শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭
প্রতিশোধ নিতেই বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করছে সরকার- ফখরুল
Home Page » জাতীয় » প্রতিশোধ নিতেই বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করছে সরকার- ফখরুল
বঙ্গ-নিউজঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জনপ্রিয়তার কারণে প্রতিশোধ নিতেই নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক রফিকুল আলম মজনুসহ সারাদেশে নেতাকর্মীদের গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশির নামে পুলিশী হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
শুক্রবার দলটির দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
এ ব্যাপারে বিএনপি মহাসচিব ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জনপ্রিয়তার কারণে প্রতিশোধ নিতেই নেতাকর্মীদের গ্রেফতার করে দেশে অস্থিরতা ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় টিকে থাকতে চাইছে সরকার।
এছাড়া মুগদা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক জুয়েল, বাবু, বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোর্শেদ মিল্টন, মানিকগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি মাসুদ পারভেজ, বিএনপি নেতা ভজন, কবি নজরুল ইসলাম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুর রহমান, মিরপুর বাংলা কলেজ ছাত্রদলের দফতর সম্পাদক আকরাম হোসেন, গাজীপুরের শ্রীপুর পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক প্রফেসর সেলিম, ঢাকা মহানগর দক্ষিণ ১৯ নং ওয়ার্ড বিএনপি নেতা জামাল হোসেন, আকরাম হোসেন, টঙ্গী থানা ছাত্রদল সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ঢাকার ধামরাই উপজেলা ছাত্রদল নেতা শাহীন মাহমুদ, বদিউজ্জামান বাবু, মেহেদী ভূঁইয়া, মতিউর রহমান, শ্রী আশিষ কুমার মনিদাস, শ্রী চরণমনি দাসসহ দেশব্যাপী নেতাকর্মীদের গ্রেফতার ও ভুয়া মামলা দায়ের এবং নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশী তল্লাশির নামে হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬:৩৯:১০ ৬৩৮ বার পঠিত #Bangla News 24 and rest of all continuously updated Ban #Bangla Newspaper | List of all Online Bangladeshi Newsp #Barisal #BD News 24 #Chittagong #Comilla. CHITTAGONG DHAKA SYLHET BARISAL KHULNA RAJSHA #Khulna #Rajshahi #Rangpur #Sylhet