
শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭
‘সামাজিক মূল্যবোধকে ফিরিয়ে আনতে সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই’
Home Page » প্রথমপাতা » ‘সামাজিক মূল্যবোধকে ফিরিয়ে আনতে সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই’বঙ্গ-নিউজঃ রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ বলেছেন, হারিয়ে যাওয়া সামাজিক মূল্যবোধকে ফিরিয়ে আনতে সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। সংস্কৃতি একটি মানুষকে আলোকিত জীবন দেয়।
শিল্পকলা একাডেমি সেইসব মানুষদের মূল্যায়ন করছে যারা সংস্কৃতিতে অবদান রেখে যাচ্ছেন। সুষ্ঠু সাংস্কৃতিক চর্চার মাধ্যমে অপসংস্কৃতি দূর করা সম্ভব। বাংলার সংস্কৃতির বিকাশ ঘটানোর জন্য এই সম্মাননা আগামী প্রজন্মদের প্রেরণা জোগাবে।
শুক্রবার দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত শিল্পকলা একাডেমি সম্মাননা ২০১৬-২০১৭ প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম রাব্বীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. কাজেমউদ্দীন, নবরূপীর সভাপতি আব্দুস সামাদ চৌধুরী, নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ, উদীচী দিনাজপুর সংসদের সভাপতি রেজাউর রহমান রেজু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দীন বাচ্চু। স্বাগত বক্তব্য রাখেন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আসফ-উদ-দৌলা জুয়েল।
সভায় দিনাজপুরের ঐতিহ্যবাহী দুটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতি ও নবরূপীকে সম্মাননা প্রদান করা হয়।
এছাড়া সাংস্কৃতিক অঙ্গণের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব মোহন কুমার দাস (নাট্য), আলতাফ আলী চৌধুরী (নাট্য), অপূর্ব রায় (ছবি), হেমন্ত সরকার (লোকগীতি), ডা. শহীদুল ইসলাম খান (সংগীত), মিজানুর রহমান লাবু (নাট্যকার), মিনা ভট্টাচার্য্য (রবীন্দ্র সংগীত), রওনক আরা রিপাকে (নৃত্য) সম্মাননা ক্রেস্ট, মেডেলসহ নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ১৬:২৯:৩৮ ৬৬৮ বার পঠিত #Bangla News 24 and rest of all continuously updated Ban #Bangla Newspaper | List of all Online Bangladeshi Newsp #Barisal #BD News 24 #Chittagong #Comilla. CHITTAGONG DHAKA SYLHET BARISAL KHULNA RAJSHA #Khulna #Rajshahi #Rangpur #Sylhet