‘সামাজিক মূল্যবোধকে ফিরিয়ে আনতে সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই’

Home Page » প্রথমপাতা » ‘সামাজিক মূল্যবোধকে ফিরিয়ে আনতে সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নেই’
শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭



ফাইল ছবি

বঙ্গ-নিউজঃ রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ বলেছেন, হারিয়ে যাওয়া সামাজিক মূল্যবোধকে ফিরিয়ে আনতে সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। সংস্কৃতি একটি মানুষকে আলোকিত জীবন দেয়।

শিল্পকলা একাডেমি সেইসব মানুষদের মূল্যায়ন করছে যারা সংস্কৃতিতে অবদান রেখে যাচ্ছেন। সুষ্ঠু সাংস্কৃতিক চর্চার মাধ্যমে অপসংস্কৃতি দূর করা সম্ভব। বাংলার সংস্কৃতির বিকাশ ঘটানোর জন্য এই সম্মাননা আগামী প্রজন্মদের প্রেরণা জোগাবে।
শুক্রবার দিনাজপুর নাট্য সমিতি মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত শিল্পকলা একাডেমি সম্মাননা ২০১৬-২০১৭ প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম রাব্বীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. কাজেমউদ্দীন, নবরূপীর সভাপতি আব্দুস সামাদ চৌধুরী, নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ, উদীচী দিনাজপুর সংসদের সভাপতি রেজাউর রহমান রেজু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দীন বাচ্চু। স্বাগত বক্তব্য রাখেন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আসফ-উদ-দৌলা জুয়েল।

সভায় দিনাজপুরের ঐতিহ্যবাহী দুটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান দিনাজপুর নাট্য সমিতি ও নবরূপীকে সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া সাংস্কৃতিক অঙ্গণের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব মোহন কুমার দাস (নাট্য), আলতাফ আলী চৌধুরী (নাট্য), অপূর্ব রায় (ছবি), হেমন্ত সরকার (লোকগীতি), ডা. শহীদুল ইসলাম খান (সংগীত), মিজানুর রহমান লাবু (নাট্যকার), মিনা ভট্টাচার্য্য (রবীন্দ্র সংগীত), রওনক আরা রিপাকে (নৃত্য) সম্মাননা ক্রেস্ট, মেডেলসহ নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:২৯:৩৮   ৬৩২ বার পঠিত   #  #  #  #  #  #  #  #  #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

প্রথমপাতা’র আরও খবর


সালাম, আমান, রিজভী, খোকন, শিমুল ও এ্যানিসহ গ্রেফতার শতাধিক
ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
 নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ,নিহত ১
বিয়েবর্হিভূত যৌন সম্পর্ক নিষিদ্ধ: প্রতিবাদে বিক্ষােভ ইন্দোনেশিয়ায়
আড়াইহাজারে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
ব্যাংকে টাকা নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি ১২ ও ১৩ ডিসেম্বর
২০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে করোনা টিকার চতুর্থ ডোজ
সউদী আরব তৈরি করবে বিশ্বের বৃহত্তম বিমানবন্দর

আর্কাইভ