শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭

কখনো দেখা হলে প্রধানমন্ত্রীকে যা বলবেন এভ্রিল

Home Page » বিনোদন » কখনো দেখা হলে প্রধানমন্ত্রীকে যা বলবেন এভ্রিল
শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭



ফাইল ছবি
বঙ্গ-নিউজঃ মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে চ্যাম্পিয়ন হওয়ার পরেই এভ্রিলের বিরুদ্ধে শর্ত ভঙ্গের অভিযোগ ওঠে তিনি বিবাহিত হয়েও সেটা গোপন রেখে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এ অংশ গ্রহণ করেছেন। যা এই প্রতিযোগিতার সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক। তাই শাস্তিস্বরূপ মুকুট হারান এভ্রিল। আর নতুন বিজয়ী হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করেন জেসিয়া ইসলাম। এভ্রিল তার বিয়েকে ‘বাল্যবিবাহ’ বলে ‘বিয়ে’ হিসেবে মেনে নিতে নারাজ।

এভ্রিল অংশগ্রহণ করেছেন চ্যানেল আইয়ের ‘সাময়িকী’ অনুষ্ঠানে। জামাল রেজার পরিচালনা ও আব্দুর রহমান’র উপস্থাপনায় ‘সাময়িকী’ প্রচারিত হবে ২০ অক্টোবর, শুক্রবার বিকেল ৫টা ৩০মিনিটে চ্যানেল আইয়ে। এভ্রিল তার বর্তমান জীবন ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা বলবেন।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:৪৬   ১০০৪ বার পঠিত