শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭
আজ এই বৃষ্টির কান্না দেখে- আনোয়ার ইউনুস
Home Page » আজকের সকল পত্রিকা » আজ এই বৃষ্টির কান্না দেখে- আনোয়ার ইউনুসবঙ্গ-নিউজঃ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। এছাড়া ঢাকা সহ সারাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়। তাঁরই ধারাবাহিকতায় সারাদেশে বৃষ্টির ধাড়া প্রবাহিত হচ্ছে। বৃষ্টি শব্দটার মধ্যে কেমন জেনো অন্যরকম একটা মাজেজা আছে। বৃষ্টি হচ্ছে ভাবলেই মনের গহীনে শিহরণ জাগে। বৃষ্টির প্রেমে পরেনি এমন কবি সাধক খুঁজে পাওয়া ধায়। এই বৃষ্টি নিয়ে হয়েছে কবিতা,হয়েছে কত গান। সেই গান শুনে ভেঙ্গেছে কত সাধক কবির মান। বৃষ্টি এলেই মনে পড়ে উন্মুক্ত খেলার মাঠ। আর সে মাঠে বৃষ্টিতে ভিজে ফুটবল খেলা। না আজ কোন ফুটবল খেলার কথা বলব না। বলবো একটা ছোট বালকের কথা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়য়ের কলাবাগান মাঠে বৃষ্টির জলে আপন মনে খেলা করছিল এই ছোট ছেলেটি। তার নাম জানতে চাইলেই ছুটে পালিয়ে যায় ছেলেটি। ধরা দেয়নি,রয়ে গেলো অধরাই। কিন্ত মনের গহীনে জাগিয়ে দিয়ে গেল,ফেলে আসা বহু দিনের কথা।
বাংলাদেশ সময়: ১৩:১৮:০৬ ১৯১৪ বার পঠিত #bangla news #bangla news paper list #online newspaper #World News