শুক্রবার, ২০ অক্টোবর ২০১৭
শেরপুরে বিএনপি নেতার ঝুলন্ত লাশ উদ্ধার
Home Page » আজকের সকল পত্রিকা » শেরপুরে বিএনপি নেতার ঝুলন্ত লাশ উদ্ধার
বঙ্গ-নিউজঃ নিজ বাড়ি থেকে শেরপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও নকলা উপজেলা চেয়ারম্যান মনির চৌধুরীর (৫৫) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নকলা পৌর শহরের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নকলা থানার ওসি খান আবদুল হালিম সিদ্দিকী বঙ্গ-নিউজকে জানান, সকালে খবর পেয়ে মনির চৌধুরী লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
পরে ময়নাতদন্তের জন্য লাশ শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।
ওসি আবদুল হালিম বলেন, এটা হত্যা নাকি আত্মহত্যা তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
বাংলাদেশ সময়: ১১:২৮:৫২ ৮৮২ বার পঠিত