রবিবার, ৯ জুন ২০১৩
“আরফিন রুমীকে নিয়ে নতুন প্রেমের গুজব “
Home Page » বিনোদন » “আরফিন রুমীকে নিয়ে নতুন প্রেমের গুজব “বঙ্গ- নিউজ ডটকমঃ বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকে বিগত কয়েকদিন ধরেই আওয়াজ আসছে যে, সংগীত শিল্পী আরফিন রুমী আবার নতুন প্রেমে পড়েছেন। কিন্তু এ বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবে করেছেন তিনি।আরফিন রুমি আমেরিকা থেকে ফেসবুকে বাংলানিউজকে জানান, ‘‘আমাকে নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে যে খবরটি প্রচার করা হচ্ছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি মনে করি এগুলো অপেশাদারীত্বের বহি:প্রকাশ।
কারণ একটি খবর প্রচারের আগে ওই খবর রিলেটেড কারও না কারও সঙ্গে কথা বলতে হয়। কিন্তু কোনো সংবাদিকই আমার কিংবা আমার প্রথম স্ত্রী অনন্যার সঙ্গে এ বিষয়ে কথা বলেনি।‘’
তিনি আরও বলেন, ‘‘মিডিয়াতে আরও লেখা হয়েছে আমার ছোট স্ত্রী নেসার সঙ্গে নাকি আমার ঝগড়া চলছে। এ কথাটাও ভুল। আমরা ভালো আছি। ‘’
উল্লেখ্য, অক্টোবরে দেশে ফিরার কথা আছে আরফিন রুমীর।
বাংলাদেশ সময়: ২২:৫৩:৪১ ৪০১ বার পঠিত