
রবিবার, ৯ জুন ২০১৩
” মডেল সুজানা এখন ইমরানের গানে”
Home Page » বিনোদন » ” মডেল সুজানা এখন ইমরানের গানে”বঙ্গ-নিউজ ডটকমঃ চ্যানেল-আই সেরাকন্ঠের শিল্পী ইমরানের একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হলেন সুজানা। ইমরানের দ্বিতীয় একক অ্যালবাম ‘তুমি’ থেকে ‘মানে না মন’ শিরোনামের এই গানটিতে সুজানার সাথে মডেল হয়েছেন কাশমীরের ছেলে রনক।দ্বৈত এ গানটিতে ইমরানের সঙ্গে কণ্ঠ দেন পূজা। গানটির সুর ও সংগীত ইমরানের করা। লিখেছেন রবিউল ইসলাম জীবন। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশানে ভিডিওটির শুটিং সম্পন্ন হয়েছে। ব্ল্যাক পেপারের ব্যানারে ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।
ভিডিওতে মডেলের পাশাপাশি শিল্পীর ভূমিকায় দেখা যাবে ইমরান ও পূজাকে।
ইমরানের গানে মডেল হওয়া প্রসঙ্গে সুজানা বঙ্গনিউজকে বলেন, ‘ইমরানের গান আমার ভালো লাগে। ইমরান হঠাৎ একদিন ফোন করে জানায় গানটিতে তাঁর সঙ্গে অংশ নেওয়ার জন্য। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি কাজটি ভালোভাবে করার। আশাকরি ভিডিওটি সবাই পছন্দ করবেন।’
ইমরান বলেন, ‘সুজানা আপুর কাজ এমনিতেই আমার অনেক পছন্দ। এবার তিনি আমার গানে মডেল হয়েছেন। এটা আমার জন্য সত্যিই আনন্দের। আশাকরি ভিডিওটি সবার ভালো লাগবে।’
বাংলাদেশ সময়: ১৯:৪২:৪৯ ১৯৯৯ বার পঠিত