রবিবার, ৯ জুন ২০১৩

সচিবালয়ে ককটেল বিস্ফোরণ মামলার অভিযোগ শুনানি ১৭ জুলাই

Home Page » জাতীয় » সচিবালয়ে ককটেল বিস্ফোরণ মামলার অভিযোগ শুনানি ১৭ জুলাই
রবিবার, ৯ জুন ২০১৩



fokhrul-islam2-300x188.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ সচিবালয়ে ককটেল বিস্ফোরণ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির আগামী ১৭ জুলাই নির্ধারণ করেছেন আদালত।রোববার ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হকের আদালতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে এ মামলার অন্যতম ৭ আসামির পক্ষে সময়ের আবেদন করা হয়।

সময়ের আবেদনে উল্লেখ করা হয়, সংসদ অধিবেশন চলার কারণে এ মামলার ৭ সংসদ সদস্য হাজির হতে পারছেন না বিধায় সময় আবশ্যক।

শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১৭ জুলাই অভিযোগ শুনানির জন্য দিন ধার্য করেন।

উল্লেখ্য, ২০১১ সালের ২৯ এপ্রিল বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতাল চলাকালে সচিবালয়ের ভেতর ও বাইরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় মামলা করা হয়।

পরে একই বছরের ৩১ মে মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবি’র পরিদর্শক তপন চন্দ্র সাহা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের নেতাদের নামে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বাংলাদেশ সময়: ১৯:৩১:৩৪   ৪১৬ বার পঠিত