বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭
বকেয়া বেতনের দাবীতে মহাসড়ক অবরোধ কালিয়াকৈরে ,পুলিশের লাঠি চার্জ টিয়ারসেল নিক্ষেপ আহত ২৫
Home Page » প্রথমপাতা » বকেয়া বেতনের দাবীতে মহাসড়ক অবরোধ কালিয়াকৈরে ,পুলিশের লাঠি চার্জ টিয়ারসেল নিক্ষেপ আহত ২৫মোঃ ফজলুল হক গাজীপুর প্রতিনিধি,বঙ্গ নিউজ ডটকমঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়াইপাড়া এলাকার হ্যাসং বিডি লিমিটেড কারখানার শ্রমিকের ৩ মাসের বকেয়া বেতনের দাবীতে কর্মবিরতী পালন করে। এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে সকাল সাড়ে ১০টার থেকে সাড়ে ১১টা পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে মহাসড়কের উভয় পার্শ্বে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ঘটনাস্থলে শিল্প-পুলিশ শ্রমিকদের উপর লাঠি চার্জ , টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় কমপক্ষে ২৫ শ্রমিক আহত হয় । আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
শিল্প-পুলিশ গাজীপুর-২এর ওসি মোহাম্মদ শহীদুল্লাহ জানান, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সড়িয়ে নেয়ার চেষ্টা করা হয়েছে। পরে লাঠিচার্জ ও কয়েক টিয়ারসেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করা হলে বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ সময়: ০:০০:৪৭ ৭৭৫ বার পঠিত