বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭

বকেয়া বেতনের দাবীতে মহাসড়ক অবরোধ কালিয়াকৈরে ,পুলিশের লাঠি চার্জ টিয়ারসেল নিক্ষেপ আহত ২৫

Home Page » প্রথমপাতা » বকেয়া বেতনের দাবীতে মহাসড়ক অবরোধ কালিয়াকৈরে ,পুলিশের লাঠি চার্জ টিয়ারসেল নিক্ষেপ আহত ২৫
বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭



মোঃ ফজলুল হক গাজীপুর প্রতিনিধি,বঙ্গ নিউজ ডটকমঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়াইপাড়া এলাকার হ্যাসং বিডি লিমিটেড কারখানার  শ্রমিকের ৩ মাসের বকেয়া বেতনের দাবীতে কর্মবিরতী পালন করে। এক পর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে সকাল সাড়ে ১০টার থেকে সাড়ে ১১টা পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে মহাসড়কের উভয় পার্শ্বে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ঘটনাস্থলে শিল্প-পুলিশ শ্রমিকদের উপর লাঠি চার্জ , টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় কমপক্ষে ২৫ শ্রমিক আহত হয় । আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
শিল্প-পুলিশ গাজীপুর-২এর ওসি মোহাম্মদ শহীদুল্লাহ জানান, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সড়িয়ে নেয়ার চেষ্টা করা হয়েছে। পরে লাঠিচার্জ ও কয়েক টিয়ারসেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করা হলে বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।---

বাংলাদেশ সময়: ০:০০:৪৭   ৭৭৫ বার পঠিত