রবিবার, ৯ জুন ২০১৩
” প্রথমবার মিউজিক ভিডিওতে শখ”
Home Page » বিনোদন » ” প্রথমবার মিউজিক ভিডিওতে শখ”বঙ্গ- নিউজ ডতকমঃ প্রথমবারের মতো কোনো মিউজিক ভিডিওতে কাজ করতে যাচ্ছেন মডেল অভিনেত্রী শখ। শহীদ ও শুভমিতার গাওয়া গানটির মিউজিক ভিডিও পরিচালনা করবেন তানজিম মিশু।
‘ওগো তোমায় ভালোবাসবো সারাটি জীবন’ গানটির কথা ও সুর করেছেন দুরবিন ব্যান্ড প্রধান শহীদ ও সংগীতায়োজন করেছেন রাফি।
এ প্রসঙ্গে শখ বঙ্গনিউজকে বলেন, “এটি আমার প্রথম মিউজিক ভিডিওতে কাজ। কাজটি নিয়ে আমি অনেক আশাবাদি। শহীদ ভাইয়ের এর আগের মিউজিক ভিডিওগুলো দেখেছি। আমার ভালো লেগেছে। ইচ্ছা আছে কাজটি ভালো করে করার।”
এ বিষয়ে শহীদ বঙ্গনিউজকে বলেন, “আমার এ গানটি আছে ‘সারাটি জীবন’ শিরোনামের অ্যালবামে। আগামী সপ্তাহে মিউজিক ভিডিওটির শ্যুটিং
বাংলাদেশ সময়: ১৯:৩১:২৯ ৪৩৮ বার পঠিত