বুধবার, ১৮ অক্টোবর ২০১৭

‌শিখ‌তে হ‌লে হ‌তে হ‌বে শিশু- জামান মাহমুদ

Home Page » শিশু-কিশোর » ‌শিখ‌তে হ‌লে হ‌তে হ‌বে শিশু- জামান মাহমুদ
বুধবার, ১৮ অক্টোবর ২০১৭



শিখ‌তে হ‌লে হ‌তে হ‌বে শিশু

শিখ‌তে হ‌লে হ‌তে হ‌বে শিশু

বু‌ড়ো থু‌ড়ো কিংবা তু‌মি
যা খু‌শি তাই কিছু,
‌শিখ‌তে হ‌লে হ‌তেই হ‌বে শিশু।
য‌তোই তু‌মি হওনা বড়,
হওনা য‌তোই জ্ঞা‌নী,
‘‌শিখার কো‌নো নাইকো শেষ’
‌‌বিজ্ঞ জ‌নের বাণী।
শিশুর হৃদয় সাদা কাগজ,
নিত্য ছ‌বি আঁকে,
‌দে‌খে শু‌নে চিন্তা ক‌রে
নতুন কিছু শি‌খে।
‌শিশুর যেমন কৌতুহ‌ল
সকল কিছুর ত‌রে
সকল সময় শিক্ষা নেয়
সদা প্রশ্ন ক‌রে।
তেম‌নি তু‌মি প্র‌তি ক্ষে‌ত্রে
শিক্ষা গ্রহন ক‌রো,
সব বয়‌সেই সর্ব সময়
জ্ঞা‌নে হৃদয় ভ‌রো।

‌শিখ‌তে হ‌লে হ‌তে হ‌বে শিশু
‌শিখার কো‌নো নেই‌তো বয়স,
সবাই তখন শিশু
‌যতই জ্ঞানী হওনা কেন,
প্লে‌টো কিংবা যীশু।
‌শিক্ষা তোমায় নি‌তেই হ‌বে
‌শিখ‌তে হ‌বেই কিছু,
স‌ঠিক ভা‌বে ‌শিখ‌তে হ‌লে
হ‌তেই হ‌বে শিশু।

জামান মাহমুদ

বাংলাদেশ সময়: ২২:২৭:১২   ১১৫২ বার পঠিত   #  #  #  #  #