বুধবার, ১৮ অক্টোবর ২০১৭
টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির ১২ নেতাকর্মী আটক
Home Page » আজকের সকল পত্রিকা » টঙ্গীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির ১২ নেতাকর্মী আটকবঙ্গ-নিউজঃ টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ । এদের মধ্যে থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছাড়াও বিএনপি নেতাকর্মী রয়েছে।
বিএনপি নেতৃবৃন্দের অভিযোগ খালেদা জিয়ার প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়াতে পুলিশ এদের আটক করেছে। আটককৃতরা হচ্ছেন- ছাত্রদল নেতা আইয়ুব আলী , মো. রাসেল, হাতেম খান, হাছু মিয়া, মো. শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম বুলেট, নয়ন, বিল্লাল হোসেন, আল আমিন,মেহের জান,মদন মিয়া ও সেলিম খান।
এবিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিভিন্ন মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:৩৪:১১ ৪৯৫ বার পঠিত