মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭

ঢাকার কেরানীগঞ্জে হচ্ছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

Home Page » আজকের সকল পত্রিকা » ঢাকার কেরানীগঞ্জে হচ্ছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭



ফাইল ছবি
বঙ্গ-নিউজঃ রাজধানীর কেরানীগঞ্জ উপজেলায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে। আধুনিক শিক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে মাদরাসা শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণের লক্ষ্যে সরকার এ প্রকল্প হাতে নিয়েছে।

আজ (মঙ্গলবার) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেকের বৈঠকে মোট ১০টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৈঠকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পও অনুমোদন দেয়া হয়।
পরিকল্পনামন্ত্রী বলেন, এ প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪১৩ কোটি ৭৫ লাখ টাকা। সরকারের অর্থায়নেই এ প্রকল্পের কাজ সম্পন্ন হবে।
তিনি বলেন, এটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন/ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে বাস্তবায়িত হবে। আগামী ২০২১ সালের জুনের মধ্যে এর কাজ শেষ হবে।
এ প্রকল্পের মাধ্যমে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে সামগ্রিক কার্যক্রম পরিচালনা করা হবে। আর তার জন্য একটি স্থায়ী ক্যাম্পাস সৃষ্টি করা; ১০ তলার প্রশাসনিক ভবন, ৬ তলাবিশিষ্ট একাডেমিক ভবন, কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ডরমিটরি ইত্যাদিসহ অন্যান্য সুবিধাদি নির্মাণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৯:১৯:৫৪   ৫৫৩ বার পঠিত