মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭
মিয়ানমারের শীর্ষ সেনাদের সম্পদ জব্দ ও দেশটিতে অস্ত্র-ভ্রমণ নিষেধাজ্ঞার আহ্বান
Home Page » এক্সক্লুসিভ » মিয়ানমারের শীর্ষ সেনাদের সম্পদ জব্দ ও দেশটিতে অস্ত্র-ভ্রমণ নিষেধাজ্ঞার আহ্বানবঙ্গ-নিউজঃ মিয়ানমারে ভয়াবহ নৃশংসতার জন্য দায়ী সেনাবাহিনীর শীর্ষ কমান্ডারদের সম্পদ জব্দ ও দেশটিতে অস্ত্র-ভ্রমণ নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। হিউম্যান রাইটস ওয়াচের নতুন রিপোর্টে বলা হয়েছে, ২৫ শে আগস্ট সহিংসতা শুরুর পর থেকে রাখাইনে কমপক্ষে ২৮৮টি গ্রাম একেবারে অথবা আংশিক পুড়িয়ে দেয়া হয়েছে।
নির্যাতনের হাত থেকে জীবন বাঁচাতে আবারও রোহিঙ্গাদের ঢল নামছে বাংলাদেশে। নতুন করে গতকাল পর্যন্ত কমপক্ষে ৩০ হাজার রোহিঙ্গা প্রবেশ বাংলাদেশে করেছে।
এ ব্যাপারে স্যাটেলাইটে পাওয়া সর্বশেষ ছবিগুলো সম্পর্কে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক উপ পরিচালক ফিল রবার্টসন বলেছেন, মিয়ানমারের সেনাবাহিনী শত শত গ্রাম ধ্বংস করে দিয়েছে। এতেই ক্ষান্ত হয় নি তারা। একই সঙ্গে ভয়াবহভাবে ধর্ষণ, গণহত্যা ও মানবতার বিরোধী অন্যান্য অপরাধ করেছে। আর এ কারণে জীবন বাঁচাতে রোহিঙ্গারা পালাতে বাধ্য হয়েছে। স্যাটেলাইটে পাওয়া এসব ছবিই বলে দেয় কী কারণে মাত্র চার সপ্তাহে ৫ লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে চলে এসেছে বাংলাদেশে।
বাংলাদেশ সময়: ১৫:৪৮:৫৩ ৩৪০ বার পঠিত