মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭
কেদারনাথের মধ্য দিয়ে ভারতীয় সিনেমায় পা রাখছেন- সারা আলী খান
Home Page » এক্সক্লুসিভ » কেদারনাথের মধ্য দিয়ে ভারতীয় সিনেমায় পা রাখছেন- সারা আলী খান
বঙ্গ-নিউজঃ সাইফ আলী খানের মেয়ে সারা আলী খান। শুরুতে নানা গুঞ্জন শোনা গেলেও অভিষেক কাপুরের কেদারনাথ সিনেমার মাধ্যমেই বলিউডে পা রাখছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করছেন সুশান্ত সিং রাজপুত।
এদিকে কয়েকদিন আগে প্রকাশিত হয় কেদারনাথ সিনেমায় সারার ফার্স্ট লুক। এরপর থেকেই একের পর এক সিনেমার প্রস্তাব পাচ্ছেন তিনি। কিন্তু নতুন সিনেমা নিয়ে তাড়াহুড়ো নেই সারার। কেদারনাথ সিনেমার মুক্তির আগে অন্য কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হতে চাইছেন না সাইফ কন্যা। তবে খুবই আকর্ষণীয় ও ভালো সিনেমার প্রস্তাব পেলে তা বিবেচনা করবেন। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
একটি সূত্রের দেয়া তথ্যমতে, সারা দেখতে চান প্রথম সিনেমায় তার ফার্স্ট লুক, ট্রেইলার দর্শক কীভাবে গ্রহণ করেন। তিনি কেদারনাথ’র জন্য তার সবটুকু দিচ্ছেন এবং এটি মুক্তির আগে কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হতে চাইছেন না। তার মা অমৃতা সিং মেয়ের সিনেমার প্রস্তাবগুলোতে নজর রাখছেন এবং খুবই আকর্ষণীয় কিছু না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে রাজি আছেন।
কয়েকদিন আগে কেদারনাথ সিনেমার প্রথম শিডিউলের শুটিং সম্পন্ন হয়েছে। ভারতের উত্তরখন্ডের কেদারনাথের বিভিন্ন স্থানে রোমান্টিক ঘরানার এ সিনেমার দৃশ্যধারণ করা হয়েছে। খুব শিগগির মুম্বাইয়ে দ্বিতীয় ধাপের শুটিং শুরু হবে।
বাংলাদেশ সময়: ১৫:২১:৪১ ৩৯৪ বার পঠিত