সোমবার, ১৬ অক্টোবর ২০১৭
কালিয়াকৈরে দুই নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড
Home Page » প্রথমপাতা » কালিয়াকৈরে দুই নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড
ফজলুল হক গাজীপুর প্রতিনিধি, বঙ্গ নিউজ ডটকমঃ গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়েছে মাদকবিরোধী টাস্কফোর্স।
রবিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলামের নেতৃত্বে যোগীরচালা কোচপাড়া এলাকায় অভিযান পরিচালিত হয়।
এ সময় বিশু বর্মনের স্ত্রী শ্যামলী (৪৫) ও কৃষ্ণ চন্দ্র বর্মনের স্ত্রী গীতা রানীকে (২৬) গ্রেফতার করা হয়।
শ্যামলীর ঘর থেকে ৬০ লিটার ও গীতা রানীর ঘর থেকে উদ্ধার করা হয় ৮০ লিটার চোলাই মদ।
পরে গ্রেফতারকৃতদের দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন আদালত।
অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সহকারী পরিচালক আজিজুল হক ও পরিদর্শক আবু রেজা মেহেদী হাসান উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বাংলাদেশ সময়: ২৩:৫২:৩৬ ৩৯৩ বার পঠিত