সোমবার, ১৬ অক্টোবর ২০১৭

শরতের পরন্ত বিকেলে,সূর্য যখন তার আপন গতিতে আপন ভূমে

Home Page » জাতীয় » শরতের পরন্ত বিকেলে,সূর্য যখন তার আপন গতিতে আপন ভূমে
সোমবার, ১৬ অক্টোবর ২০১৭



ছবি আনোয়ার ইউনুস বঙ্গ-নিউজ

আনোয়ার ইউনুস বঙ্গ-নিউজঃ শরতের পরন্ত বিকেলে,সূর্য যখন তার আপন গতিতে আমার আপন ভূমি (বাংলাদেশ) অতিক্রম করে। ঠিক সে সময়,গাঁয়ের মেঠো পথে চলতে চলতে চোখে পড়ে,   সূর্য আর জেলে ভাইয়ের মাছ ধরার দৃশ্য। নগর সভ্যতার এই যুগে গ্রামীণ পরিবেশে প্রান্তিক মানুষের জীবন ধারা এখন খুব একটা পরিলক্ষিত হয়না। মাটি ও মানুষের শুধা গন্ধ, জীবন্ত মাছ। পুকুর

কিংবা ডোবা- নালা থেকে ধড়ে এনে তার জীবন্ত স্বাদ এখন খুব একটা গ্রহণ করা হয় না। জীবন্ত মাছের স্বাদ শুধা গন্ধ এখনো মিলবে গ্রামীণ প্রান্তিক জীবনে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে ওয়ালিয়া গ্রাম তার পাশে রইত্তার বিলে মাছ ধরছে নুরু মিয়া নামের একজন জেলে। মাছ ধরা তার প্রধান পেশা নয়।সে প্রধানত কসাইয়ের কাজ করে। রইত্তার বিল সে লিজ নিয়েছে। আগে এ বিলে সাধারন মানুষ মাছ ধরত,এখন আর সাধারন মানুষ এ বিলে খুব একটা মাছ ধরতে আসেনা এসব ইজারাদার ও কারখানার দুষিত পানির কারনে। তারা টাকা দিয়ে সাধারন মানুষের অধিকার কিনে নিয়েছে। তাই মানুষ সেখানে আর অধিকার খাটাতে পারে না। কিংবা আগের মত মাছ এখন আর পাওয়া যায়না। কারন হয়তো সে ইজারাদার ও কারখানার দুষিত পানি।

ছবি আনোয়ার ইউনুস বঙ্গ-নিউজ

বাংলাদেশ সময়: ২০:১৯:২৭   ১০০৬ বার পঠিত