রবিবার, ১৫ অক্টোবর ২০১৭

দক্ষিণ আফ্রিকাকে ২৭৯ রানের টার্গেট দিল বাংলাদেশ

Home Page » এক্সক্লুসিভ » দক্ষিণ আফ্রিকাকে ২৭৯ রানের টার্গেট দিল বাংলাদেশ
রবিবার, ১৫ অক্টোবর ২০১৭



ফাইল ছবি
বঙ্গ-নিউজঃ মুশফিকুর রহিমের অনবদ্য সেঞ্চুরিতে কিম্বার্লিতে প্রোটিয়াদের ২৭৯ রানের টার্গেট দিয়েছে সফরকারী বাংলাদেশ।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার স্কিপার মাশরাফি বিন মর্তুজা।

ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৮ রান সংগ্রহ করে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে সেঞ্চুরির করেন মুশফিকুর রহিম। তার ১১০ রানের অনবদ্য ইনিংসে ভর করে ২৭৮ রানের সংগ্রহ পায় সফরকারীরা। এছাড়া বাংলাদেশের হয়ে ইমরুল ৩১, সাকিব ২৯, লিটন ২১, মাহমুদ উল্লাহ ২৬, সাব্বির ১৯ ও নাসির ১১ রান সংগ্রহ করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে রাবাদা ৪টি, প্রিটোরিয়াস ২টি ও ইমরান তাহির ১টি উইকেট নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭:৫৯:১৩   ৩৭৪ বার পঠিত