রবিবার, ৯ জুন ২০১৩

‘বাংলাদেশি রপ্তানি পণ্যের গুনগত মান বাড়ছে’

Home Page » অর্থ ও বানিজ্য » ‘বাংলাদেশি রপ্তানি পণ্যের গুনগত মান বাড়ছে’
রবিবার, ৯ জুন ২০১৩



dilip-barua-300x200.jpgবঙ্গ-নিউজ ডটকমঃ আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি রপ্তানি পণ্যের গুণগত মান বাড়ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।রোববার সকাল ১১টায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সম্মেলন কক্ষে ‘বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস-২০১৩’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা জানান।

শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, দীর্ঘদিন ধরে অ্যক্রেডিটেশন ইস্যুতে প্রতিবেশি রাষ্ট্র ভারতে পণ্যের অনুপ্রবেশ সীমিত ছিল। সম্প্রতি বিএসটিআইর কেমিক্যাল, ফুড, মাইক্রোবয়োলজি, সিমেন্ট, রড এবং টেক্সটাইল টেস্টিং ল্যাবরেটরিগুলোর ১৪২টি টেন্ট প্যারসিটার ভারতের এনএবিএল হতে অ্যক্রিডিটেশন লাভ করেছে।

এছাড়া বিএসটিআইয়ের প্রোডাক্ট সার্টিফিকেশন সিস্টেম ভারতের এনএবিসিবি থেকে এবং ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন কার্যক্রম নরোয়েজিন অ্যাক্রিডিটেশন থেকে অ্যক্রিকিটিটেশন অর্জন করেছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে অধিকহারে পণ্য রপ্তানি সুযোগ নিতে হলে পণ্যের মানসনদ অবশ্যই অ্যাক্রেডিটেটেড ল্যাবরেটরি থেকে নিতে হবে। এর ফলে বিশ্ব বাজারে বাংলাদেশের পণ্য আরো বেশি গ্রহণযোগ্যতা অর্জন করবে।

এবার দিবসটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘অ্যাক্রেডিটেশন: বিশ্ব বাণিজ্য প্রসারে সহায়ক’। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্যুরো ভেরিতাস (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেডের সভাপতি গোলাম কিবরিয়া।

দিলীপ বড়ুয়া বলেন, অ্যাক্রেডিটেশন বা মানসনদের আন্তর্জাতিক বিষয়টি বাংলাদেশে জন্য একটি নতুন ধারণা। দেশের শিল্প উদ্যোক্তা, ভোক্তাসাধারণসহ সর্বস্তরের মানুষের মধ্যে এটি এখনো জনপ্রিয় হয়ে ওঠেনি। অথচ শিল্পায়ন এবং আমদানি রপ্তানি বাণিজ্যের সঙ্গে বিষয়টি গভীরভাবে জড়িত।

তাই এ বিষয়ে শিল্পমন্ত্রণালয় ও ডিসিসিআইয়ের যৌথভাবে জনসচেতনতা বাড়ানোর আহবানও জানান তিনি।

এ সময় ডিসিসিআই সভাপতি সবুর খান বলেন, বিশ্ব বাজারে দেশিয় পণ্য রপ্তানি বাড়াতে হলে আমাদের অ্যাক্রিডিটেশন মান ধরে রাখতে হবে এবং ব্যবসায়ী উদ্যোক্তাদের এ বিষয়ে আরো সচেতন করে তুলতে হবে। তা না হলে বিশ্ব বাজারের প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হবে।

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের (বিএবি) মহাপরিচালক মো. আবু আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শিল্পমন্ত্রণালয়ের সচিব মো. মঈন উদ্দিন আহমেদ, ঢাকা চেম্বার ও শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৯:১৬:৫২   ৪৩১ বার পঠিত