শনিবার, ১৪ অক্টোবর ২০১৭
হিন্দু ধর্মাবলম্বী যুবতীর রহস্যজনক মৃত্যু!
Home Page » শিশু-কিশোর » হিন্দু ধর্মাবলম্বী যুবতীর রহস্যজনক মৃত্যু!মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধি: পুকুরের পানি থেকে বিউটি রানী রায় (২৫) নামে এক হিন্দু ধর্মাবলম্বী যুবতীর লাশ উদ্ধার নিয়ে ধ্রুম্রজাল শুরু হয়েছে। এটি পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা এর কুল কিনারা পাচ্ছেনা এলাকাবাসী। জমি সংক্রান্তে মামলা জেড়ে পরিকল্পিতভাবে মেয়েটিকে হত্যা করে পুকুরের পানিতে ফেলে দেওয়া হতে পারে বলে পরিবারের দাবি। অভিযুক্তদের দাবি, মেয়েটির মানুষিক ভারসাম্যহীন থাকায় পানিতে পড়ে তার মৃত্যু হতে পারে। এই মৃত্যু সাথে তাদের কোন সম্পর্ক নাই। তবে তদন্ত সাপেক্ষে প্রকৃত মৃত্যুর রহস্য উৎঘাটনের দাবি জানান এলাকাবাসী।
শনিবার (১৪ অক্টোবর) সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পশ্চিম নওদাবাস এলাকায় ৯ নং ওয়ার্ডে এ রহস্যজনক মৃত্যুর ঘটনাটি ঘটে।
বিউটি রানী রায় উপজেলার পশ্চিম নওদাবাস গ্রামের বিরেন্দ্র নাথের একমাত্র মেয়ে। গত এক বছর আগে পুর্ব নওদাবাস এলাকার বিদ্যা বৈরাগীর ছেলে অতুল কুমার রায়ের সাথে তার বিয়ে হলেও সে বিয়ে ৩ মাসের মাথায় ভেঙ্গে যায়।
ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে জানা যায়, বিউটি রানী রায় কয়েকদিন থেকে নিখোঁজ ছিলো। আজ সকালে পরিবারের লোকজন বাড়ি পার্শ্বে একটি পুকুরে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।এলাকাবাসী নাম প্রকাশ না করার শর্তে অনেকেই বলেন, বিরেন্দ্রনাথের এই একটিমাত্র মেয়ে ছিলো। মেয়েটি এস,এস,সি পাশ করেছে। তার কোন মাথা খারাপ ছিলোনা। পারিবারিক শত্রুতার জেড়ে মেয়েটিকে হত্যা করে পানিতে ফেলে দেওয়া হতে পারে। তবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা সেটি তদন্ত সাপেক্ষে উৎঘাটনের দাবী জানান এলাকাবাসী।
মৃত্যু যুবতীর বাবা বিরেন্দ্রনাথ সাংবাদিককে জানায়, দীর্ঘদিন যাবত প্রতিবেশী মৃত্যু বিজেন্দ্র নাথের ছেলে গিরিশ (৭৫), দীনেশ (৭০), বিষ্ণু (৬৫) ও বিশার (৫০) এর সাথে জমিজমা নিয়ে মামলা চলছে। ইতিপূর্বে মেয়েটির বিয়ে হলে তারা সে সংসার টিকতে দেননি। একমাত্র মেয়ে হওয়ায় তারা পরিকল্পিতভাবে বিউটি রানী রায়কে হত্যা করে তার লাশ পুকুরের পানিতে ফেলে দিতে পারে।
বাংলাদেশ সময়: ১৭:১৩:৩৯ ৫৪০ বার পঠিত #bangla news #bangla newspaper #bangladesh news #bd news #daily newspaper #World News