শনিবার, ১৪ অক্টোবর ২০১৭
প্রধান বিচারপতির বিরুদ্ধে নৈতিক স্থলন ও অর্থপাচারসহ দুর্নীতির ১১ অভিযোগ
Home Page » জাতীয় » প্রধান বিচারপতির বিরুদ্ধে নৈতিক স্থলন ও অর্থপাচারসহ দুর্নীতির ১১ অভিযোগ
বঙ্গ-নিউজ: প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে নৈতিক স্থলন ও অর্থপাচারসহ দুর্নীতির ১১টি অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট। শনিবার (১৪ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানান সুপ্রিম কোর্ট।
তদন্ত হওয়ার পরে যদি উনার দোষ সাব্যস্ত হয়, অভিযোগপত্র দেয়। তাহলে বিচারে দেখা যাবে। আইন তার নিজস্ব গতিতে চলবেও জানান আদালত।
এদিকে আবদুল ওয়াহহাব মিঞাকে প্রধান বিচারপতির দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রপতি।
বিবৃতিতে বলা হয়েছে, গত ৩০ সেপ্টেম্বর মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধান বিচারপতি এস কে সিনহা ব্যতীত আপিল বিভাগের অন্য পাঁচ বিচারপতিকে বঙ্গভবনে আমন্ত্রণ জানান। বিচারপতি মো. ইমান আলী দেশের বাইরে থাকায় বঙ্গভবনের ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। বাকিরা দীর্ঘ আলোচনায় এক পর্যায়ে রাষ্ট্রপতির কাছে প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে ১১টি সুনির্দিষ্ট অভিযোগ সম্বলিত দালিলিক তথ্যাদি হস্তান্তর করেন।
বাংলাদেশ সময়: ১৬:৩৯:৪২ ৪২৭ বার পঠিত #bangla news #bangladeshi News #bd news