শনিবার, ১৪ অক্টোবর ২০১৭
বিএনপি নির্বাচনে অবশ্যই অংশ নেবে, বিশ্বাস সিইসির
Home Page » আজকের সকল পত্রিকা » বিএনপি নির্বাচনে অবশ্যই অংশ নেবে, বিশ্বাস সিইসিরবঙ্গ-নিউজঃ বিএনপি সংলাপে অংশ নিচ্ছে বলে অবশ্যই আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে বলে বিশ্বাস করেন প্রধান বির্বাচন কমিশনার(সিইসি) কে এম নুরুল হুদা।
শনিবার রাজধানীর সিদ্বেশ্বরী গার্লস কলেজে ভোটার তালিকা নিবন্ধন কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
কে এম নুরুল হুদা বলেন, আগামীকাল বিএনপির সঙ্গে আমাদের সংলাপ রয়েছে। মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি তারা সংলাপে অংশ নিচ্ছে।
নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা আছে কিনা এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, বিএনপি যেহেতু সংলাপে অংশ নিচ্ছে সেহেতু আমাদের ওপর তাদের আস্থা রয়েছে। আমাদের বিশ্বাস, তারা অবশ্যই নির্বাচনে অংশ নেবে।
বাংলাদেশ সময়: ১১:২১:৩৬ ৪৭৩ বার পঠিত